২০২২ সালের ২৪ মার্চ গোটা বাঙালি সমাজকে চমকে দিয়ে আর না-ফেরার দেশে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় গোটা টলিউড। অভিষেকের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তাঁর প্রিয়জন এবং কাছের মানুষেরা। সেই প্রমাণ ফের পাওয়া গিয়েছে। তাঁর সহ-অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী একটি ভিডিয়ো শেয়ার করেছেন এবং সেই ভিডিয়ো শেয়ার করে উল্লেখ করেছেন অভিষেকের।
তবে কেবল অভিষেক নন, আরও দুই অভিনেতার কথা বলেছেন তিনি। একজন সন্তু মুখোপাধ্যায়, অন্যজন গৌতম দে। এই দুই অভিনেতাও মারা গিয়েছেন। দু’জনেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। অভিষেক, সন্তু, গৌতম এবং বিদীপ্তা ‘কুসুম দোলা’ ধারাবাহিকে কাজ করেছিলেন এক সঙ্গে। স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হত সেই ধারাবাহিক। ফের সেটির সম্প্রচার হচ্ছে। ‘কুসুম দোলা’-এ জুটি হিসেবে কাজ করেছিলেন অভিষেক-বিদীপ্তা। ২০ বছর অপেক্ষার পর তাদের অভিনীত চরিত্র দুটি বিয়ে করে। অভিষেকের হাতে বিয়ের সেই সিঁদুর পরানোর দৃশ্য বিদীপ্তা শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, “পুরনো কাজ। ভালো লাগার কাজ। এর মধ্যে তিনজন আর নেই। সন্তুমামু, গৌতম দা আর মিঠুদা… মন খারাপ হয়ে যায়…”
সম্প্রতি পরিবারের সঙ্গে বালি বেড়াতে গিয়েছিলেন বিদীপ্তা। দারুণ আনন্দ করেছেন সুন্দর শহরটিতে। সেই ছবি এবং ভিডিয়োও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।