রামমন্দিরে রামের মূর্তি দেখে মোহিত কঙ্গনা, শুদ্ধ হিন্দিতে বললেন, ‘আমি মুগ্ধ’

Kangana Ranaut-Ram Mandir: রাম মন্দির নিয়ে অসম্ভব আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। গর্ভগৃহে অবস্থিত রামের পাঁচ বছরের মূর্তি দেখে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। টুইট করে লিখেছেন কিছু সুন্দর কথা।

রামমন্দিরে রামের মূর্তি দেখে মোহিত কঙ্গনা, শুদ্ধ হিন্দিতে বললেন, আমি মুগ্ধ
রাম লাল্লা এবং কঙ্গনা।

|

Jan 20, 2024 | 1:30 PM

২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। গোটা দেশ তাকিয়ে আছে সেই দিকে। রাম মন্দিরের গর্বগৃহে অবস্থিত রাম লালার (রামের ৫ বছরের মূর্তি) বিগ্রহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। রাজনীতিকরা তো বটেই, রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন বলিউডের নাম জাদা তারকারাও। অমিতাভ বচ্চন, হেমা মালিনী, অনুপম খের, রণবীর কাপুর, আলিয়া ভাট, প্রভাস, কৃতি শ্যানন, যশ প্রভৃতিরা থাকবেন সেখানে। কেবল তাই নয়, রাম মন্দিরের উদ্বোধনে সেখানে উপস্থিত থেকে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাঁরা। কেউ-কেউ তারকা আবার মন্দির নির্মাণ কার্যে অর্থ দানও করেছেন। ‘রামায়ণ’ নাটকটিও মঞ্চস্থ হবে সেখানে। রাম মন্দির নিয়ে অসম্ভব আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। গর্ভগৃহে অবস্থিত রামের পাঁচ বছরের মূর্তি দেখে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। টুইট করে লিখেছেন কিছু সুন্দর কথা।

শুদ্ধ হিন্দি ভাষায় রাম মন্দিরে অবস্থিত বালক রামের মূর্তির প্রশংসা করেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি লিখেছেন, “মন ভরে যাওয়ার মতো প্রতিমা রামের। এটা তো রামেরই কৃপা।”

কঙ্গনা রানাওয়াতকে শেষবার দেখা গিয়েছে ‘তেজস’ ছবিতে। এক ফ্লাইট লেফটেন্যান্টের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর পরবর্তী ছবির নাম ‘এমারজেন্সি’। সেখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও, বরাবরই ভারতীয় জনতা পার্টির গুণগান গেয়ে এসেছেন কঙ্গনা। তাঁদের উদ্যোগে তৈরি রাম মন্দির নিয়ে কঙ্গনার যে বাড়তি উচ্ছ্বাস থাকবে, সে কথা বলাই বাহুল্য। তিনিও ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে অংশগ্রহণ করবেন।