
মিমিক্রি করতে ভীষণ ভালবাসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। মুনমুন সেন থেকে শুরু করে আরও অনেকের মিমিক্রি করেন তিনি। হুবহু নকল করতে পারেন যে কোনও তারকার কণ্ঠ। এবার নকল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নাকি তাঁকে ডাকা হয়েছে। তাঁর সেই বক্তব্যকে হুবহু নকল করে দেখালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করা তো চাট্টিখানি কথা নয়। ফলে বুকে খানিকটা ভয় ছিল ঋতুপর্ণার। ভিডিয়ো তৈরি করা মাত্রই ডিসক্লেমার দিয়েছিলেন অভিনেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি তাঁর সেই রিল ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে ঋতুপর্ণা লিখেছিলেন, “আমার সম্মানীয় মানুষটাকে এক্কেবারেই অসম্মান করছি না কিন্তু। একজন পারফর্মার হিসেবে এটাই আমার প্র্যাকটিস”। আর কে না জানেন, প্র্যাকটিস মানুষকে আরও বেশি পারফেক্ট করে গড়ে তোলে।
এই ভিডিয়ো পোস্ট করে নানা ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন ঋতুপর্ণা সেন। ঋয়ের কমেন্ট বক্সে কেউ-কেউ লিখেছেন, “লিপসিঙ্কটা আরও ভাল হতে পারত।” কেউ আবার প্রশংসা সরিয়ে লিখেছেন, “দিদি তোমাকে ভোট দেব না, ঋদিকেই ভোটটা দেব।”