‘ওরা একসঙ্গে ভাল আছে’, ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সলমনের ভিডিয়ো ভাইরাল

Sneha Sengupta |

Jan 10, 2024 | 5:23 PM

Aishwarya-Salman-Abhishek: ঐশ্বর্যর প্রতি সলমনের 'অধিকারবোধ' নিয়ে নানা কথাও গুঞ্জরিত ছিল ইন্ডাস্ট্রিতে। সেই সম্পর্ক ভাঙার পর নাকি সমলন দারুণ ভেঙে পড়েছিলেন। সেই সময় ঐশ্বর্যর সঙ্গে 'প্রেম' শুরু হয় অভিনেতা বিবেক ওবেরয়ের। তাঁর কেরিয়ার নাকি সেই কারণেই নষ্ট করেছিলেন সলমন। কিন্তু পরবর্তীকালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে নিয়ে কোনও ধরনের মনকষ্ট ছিল না সলমনের।

ওরা একসঙ্গে ভাল আছে, ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সলমনের ভিডিয়ো ভাইরাল
সলমন, ঐশ্বর্য এবং অভিষেক।

Follow Us

সঞ্জয় লীলা ভনসালীর পরিচালনায় তৈরি ‘হম দিন দে চুকে সনম’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং সলমন খান। অনস্ক্রিন রোম্যান্স করতে-করতে একে-অপরকে মন দিয়ে বসেছিলেন তাঁরা। বলিউডের অন্যতম ব্যর্থ প্রেমের তালিকায় রয়েছে এই জুটির নাম। ঐশ্বর্যর প্রতি সলমনের ‘অধিকারবোধ’ নিয়ে নানা কথাও গুঞ্জরিত ছিল ইন্ডাস্ট্রিতে। সেই সম্পর্ক ভাঙার পর নাকি সমলন দারুণ ভেঙে পড়েছিলেন। সেই সময় ঐশ্বর্যর সঙ্গে ‘প্রেম’ শুরু হয় অভিনেতা বিবেক ওবেরয়ের। তাঁর কেরিয়ার নাকি সেই কারণেই নষ্ট করেছিলেন সলমন। কিন্তু পরবর্তীকালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে নিয়ে কোনও ধরনের মনকষ্ট ছিল না সলমনের।

এর কারণ ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন অমিতাভ বচ্চন। বচ্চন পরিবারকে গোটা ইন্ডাস্ট্রি সমীহ করে চলে। ব্যতিক্রম নন সলমনও। তাই ঐশ্বর্যর সঙ্গে সলমনের বিচ্ছেদের পর এক টক শোতে সলমন প্রাক্তন প্রেমিকা রাই সুন্দরীর বিবাহিত জীবন নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। নিজেকে ঐশ্বর্যর এক্স-বয়ফ্রেন্ড (পড়ুন প্রাক্তন প্রেমিক) হিসেবে পরিচয় দিয়েছিলেন সলমন। এবং বলেছিলেন, “এতগুলো বছর কেটে গিয়েছে। ঐশ্বর্য এখন অন্য কারওর স্ত্রী। আমি খুবই খুশি যে, ঐশ্বর্য অভিষেককে বিয়ে করেছেন। অভিষেক দারুণ মানুষ। ঐশ্বর্যর খুব বড় পরিবারে বিয়ে হয়েছে। ওরা খুব ভাল আছে একসঙ্গে। এটাই তো এক এক্স বয়ফ্রেন্ড চাইতে পারে…”

এই মুহূর্তে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। রাই সুন্দরী নাকি বচ্চন পরিবার ছেড়ে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছেন নিজের বাবার বাড়িতে।

Next Article