জিমে গিয়ে কটাক্ষের সম্মুখীন বাঙালি অভিনেতা রাহুল দেব বসু। তাঁকে ডাকেন মাঝবয়সি এক দম্পতি। হাতের নাগালে এক অভিনেতাকে পেয়ে তাঁর সঙ্গে গল্প জুড়ে দেন। সিনেমা নিয়ে কথা বলতে-বলতে ওঠে ডিভোর্সের প্রসঙ্গও। সেই দম্পতির সাফ বক্তব্য, বলিউডকে নাকি টেক্কি দেবে টলিউডের ডিভোর্স-গাঁথা। রাহুলের উপলব্ধি, এ সব ক্ষেত্রে অতি সহজেই টার্গেট হন অভিনেতারা। এই নিয়ে বিতর্ক সভা চাইছেন অভিনেতা।
রাহুলের পোস্টে তিনি যা লিখেছেন:
“…সেই দম্পতির সঙ্গে আমার রাজনীতি নিয়ে কিছুক্ষণ কথা হল। আরও অনেক বিষয় নিয়েই আলোচনা করলাম আমরা। তারপর আমার মনটা ভারাক্রান্ত হল। তাঁরা তুলনা টানতে শুরু করলেন। বললেন, আগের তুলনায় বাংলা ছবির বাজার মন্দ। মুম্বইকে এগিয়ে রাখলেন তাঁরা। আমি নমনীয়ভাবে মাথা নাড়লাম। দেখলাম, তর্ক করার বিশেষ কিছু নেই। এরপরই তাঁরা এমন একটি কথা বললেন, যা শুনে আমি আরও অপ্রস্তুত। তা হল ডিভোর্স। সেই মাঝবয়সি দম্পতি জোর গলায় বললেন যে, একটি বিষয় আমরা মুম্বইকে টেক্কা দিতে পেরেছি। তা হল ডিভোর্স। তাঁদের মত, একজন অভিনেতাও তাঁদের বিবাহ বাঁচাতে পারছেন না।
আমার মনে হয়, অভিনেতা হিসেবে আমরা ইজ়ি টার্গেট। আমাদের ব্যক্তিগত জীবনটাও যেহেতু পাবলিক প্ল্যাটারে থাকে, তাই আমাদের নিয়ে যে কেউ যে কোনও মন্তব্য সহজেই করতে পারেন…।”
সম্প্রতি বেশকিছু অভিনেতার ঘরভাঙার গুজবে সরগরম টলিপাড়া। সাধারণ মানুষের আরও আগ্রহ বাড়ছে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে। অভিনেতা-প্রযোজক যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত থেকে শুরু করে অর্জুন চক্রবর্তী, ঋষি কৌশিক… এতজন অভিনেতার পরপর ডিভোর্সের গুঞ্জন রটেছে। অনেকেই মনে করছেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের ডিভোর্সের গুজবকেও পিছনে ফেলে দিচ্ছেন এই সব বাঙালি অভিনেতা। রাহুলের সাফ বক্তব্য, “আমরা কি এই মন্তব্যগুলোর যোগ্য? এটা নিয়ে বিতর্ক সভা হওয়া প্রয়োজন। আমরা অভিনেতারা কি মানুষ নই? আমরা কি পাঞ্চিং ব্যাগ?”