AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সারা শরীরে রং মেখে ইমন বললেন, ‘আমি পাগল!’

Iman Chakraborty: আজ (২৫ মার্চ, ২০২৪) দোল। রঙের উৎসব। আর চিরতরুণ ইমন রং খেলবেন না, তা হতেই পারে না। রবিবার থেকে রং খেলা শুরু হয়ে ইমনের। এদিন ছাত্রছাত্রীদের সঙ্গে রং খেললেন গায়িকা। এবং আবিরে মাখামাখি হলেন। উচ্ছ্বসিত ইমন ভিডিয়ো-ছবি সব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সারা শরীরে রং মেখে ইমন বললেন, 'আমি পাগল!'
ইমন চক্রবর্তী।
| Updated on: Mar 25, 2024 | 11:34 AM
Share

তিনি নিজের খেয়ালেই থাকেন। তিনি বাংলা বিনোদন জগতের স্বনামধন্য গায়িকা। প্রথম প্লেব্যাকেই কেল্লাফতে করেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। ‘প্রাক্তন’ ছবিতে তাঁর গাওয়া সেই ‘তুমি যাঁকে ভালবাসো’ গানটি গেয়ে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন ইমন। তাঁর কোনও জুড়ি নেই। তাঁর সারা বছরটাই যেন বসন্ত। মন ফুরেফুরে থাকে ইমনের। আর বসন্তকাল এলেই ইমন জমিয়ে আনন্দ করেন তাঁর ছাত্রছাত্রীদের সঙ্গে। দোলের অনেক আগেই হাওড়া লিলুয়ায় আয়োজন করেন বসন্ত উৎসবের। সেখানকার এক বিরাট মাঠে বসে সেই উৎসবের আসর। মঞ্চে উঠে একের পর এক গান গেয়ে চলেন গায়িকা। এবারও অন্যথা হয়নি। এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন গায়িকা। পায়ে ব্যথা নিয়েই গাইতে-গাইতে নেচেছেন হাত-পা ছড়িয়ে। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে সক্কলেই অভিভূত।

আজ (২৫ মার্চ, ২০২৪) দোল। রঙের উৎসব। আর চিরতরুণ ইমন রং খেলবেন না, তা হতেই পারে না। রবিবার থেকে রং খেলা শুরু হয়ে ইমনের। এদিন ছাত্রছাত্রীদের সঙ্গে রং খেললেন গায়িকা। এবং আবিরে মাখামাখি হলেন। উচ্ছ্বসিত ইমন ভিডিয়ো-ছবি সব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মনের মধ্যে লুকিয়ে থাকা একচিলতে ‘আমি’টাকে তুলে ধরেছেন ক্যাপশনে। লিখেছেন, “আমিও পাগল , আমার ছাত্র-ছাত্রীরাও পাগল … Class-এর পরে দোল খেলা…।”

তাঁর এই মিষ্টি ভিডিয়োগুলো দেখে সকলে অভিভূত। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “আমি ভাবতাম আমি একাই পাগল আর আমার স্টুডেন্টরা… তারপর ইমনদিকে দেখলাম… এইভাবে থেকে যেও… happy Holi…।” একজন আবার লিখেছেন, “এরাই আমাদের বাংলার শিল্পীরা, সহজ-সরল, কোনও অ্যাটিটিউড নেই।”