টিআরপির তালিকায় টানা ১১ মাস ধরে শীর্ঘস্থানে ছিল বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। সেই সিরিয়ালকে এক নম্বরে আনার জন্য যে দুই খুদে তারকার অবদান হয়েছে, তারা হল সোনা এবং রূপা। অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষের অনস্ক্রিন সন্তান। জন্মের সময় আলাদা হয়ে যায় এই দুই খুদে চরিত্র। তারপর বাবা-মায়ের পরিচয় জানতে পারে। দুই বোন জানতে পারে নিজেদের সম্পর্ক। সোনা-রূপা অবিচ্ছেদ্য। চরিত্র দুটিতে অভিনয় করেছে সৃষ্টি মজুমদার (রূপা) এবং মিশিতা রায়চৌধুরী (সোনা)।
সিরিয়ালের খলনায়িকা মিশকা (অহনা দত্ত) রূপাকে প্রাণে মেরে ফেলতে চায়। তাই তাকে গাড়ি ধাক্কা গিয়ে সোজা পাঠিয়ে দিয়েছে হাসপাতালে। ক্ষণিকের জন্য হৃদস্পন্দন হারিয়ে যায় রূপার। এই কাতর পরিস্থিতিতে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, অর্থাৎ ডঃ সূর্য সেনগুপ্ত কান্নায় ভেঙে পড়েন। কিন্তু দীপার (স্বস্তিকা ঘোষ) ক্রমাগত ডাকাডাকিতে হঠাৎই শ্বাস নিতে শুরু করে রূপা। এখানেই শেষ না। রূপা বেঁচে উঠেছে, তা জানার পর, মিশকা তাকে ফের মেরে ফেলার ফন্দি আঁটে। কিন্তু দীপা আটকে দেয় তাঁর অসৎ উদ্দেশ্য।
ছোট্ট চরিত্রের মৃত্যুকে হয়তো দর্শক মেনে নিতে পারবেন না, তাই-ই হয়তো তাকে ক্ষণিকের মৃত্যু দিয়ে বাঁচিয়ে তুলেছেন গল্পকার। এমন চমৎকার হয়তো গল্পেই হয়। কিন্তু সেই মুহূর্তে দিব্যজ্যোতি-স্বস্তিকার অভিনয় দেখে দর্শক মুগ্ধ।