AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাবা আমাকে কাঁদাতেন খুব’, কোন নিরাপত্তাহীনতা থেকে কন্যা কোয়েলের সঙ্গে এই আচরণ করতেন রঞ্জিত মল্লিক?

Koel Mallick-Ranjit Mallick: বাবা সিনেমার কাজে ব্যস্ত থাকতেন কোয়েলের। বাড়ি ফিরে মেয়েকে কাঁদাতেন খুব। বিষয়টি রাগের ছলে কোয়েল জানিয়েছিলেন নিজের মুখেই। কিন্তু ছোট মেয়েটাকে কেন কাঁদাতেন ইন্ডাস্ট্রির 'বেল্টম্যান' রঞ্জিত মল্লিক। উত্তর জানলে বুঝবেন বাবার যন্ত্রণা ঠিক কোথায়।

'বাবা আমাকে কাঁদাতেন খুব', কোন নিরাপত্তাহীনতা থেকে কন্যা কোয়েলের সঙ্গে এই আচরণ করতেন রঞ্জিত মল্লিক?
কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক।
| Updated on: Jun 20, 2024 | 10:36 AM
Share

বিখ্যাত বাবার বিখ্যাত মেয়ে। বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক তাঁর প্রথম অভিনীত ছবি ‘ইন্টারভিউ’তে ছক্কা হাঁকিয়ে ছিলেন। মৃণাল সেন তাঁকে পছন্দ করে কাস্ট করেছিলেন সেই ছবিতে। আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন রঞ্জিত মল্লিক। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ধীরে-ধীরে রঞ্জিত মল্লিক হয়ে ওঠেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক অপ্রতিরোধ্য অভিনেতা, যাঁর সঙ্গে কাজ করতে পছন্দ করতেন স্বয়ং মহানায়ক উত্তমকুমার। পরবর্তী সময়ে রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিকও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। কোয়েল যখন ছোট ছিলেন, রঞ্জিত মল্লিক তাঁকে খুব কাঁদাতেন। এমন একটি কথা এক সাক্ষাৎকারে অকপট বলেছিলেন কোয়েল। কিন্তু কেন তাঁর ছোট মেয়েটাকে বারবার কাঁদাতেন রঞ্জিত?

এর উত্তর দিয়েছেন কোয়েল নিজেই। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ টকশোতে অতিথি হিসেবে এসেছিলেন কোয়েল এবং রঞ্জিত। ঋতুপর্ণ ঘোষকে সাক্ষাৎকার দিতে গিয়ে কোয়েল বলেছিলেন, “বাবা আমাকে ভীষণ কাঁদাতেন। তারপর আমাকে কাছে টেনে নিতেন তিনি।” পাশে বসে থাকা রঞ্জিত মল্লিক সবটা শুনে হেসেছিলেন মিটিমিটি। জানা যায়, অভিনয়ের কারণে ভীষণই ব্যস্ত থাকতেন রঞ্জিত। মেয়েকে সময় দিতে পারতেন না একেবারেই। বাবা হিসেবে রঞ্জিত মল্লিকের মধ্যে কাজ করত নিরাপত্তাহীনতা। তাঁর বারবারই মনে হত কোয়েল বুঝি তাঁকে ভুলে যাচ্ছেন। তাই বাড়ি ফিরে নানা কথা বলে তাঁকে কাঁদিয়ে দিতেন রঞ্জিত। পরবর্তীতে এও স্বীকার করে নিতেন সেটা তাঁর করা খুবই ভুল হয়ে গিয়েছে।

বাবা অভিনয় পেশায় না আসলে ভবানীপুরের মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিক কি কখনও সিনেমায় আসতেন? এই প্রশ্ন ঋতুপর্ণ করেছিলেন কোয়েলকে। কোয়েল উত্তরে জানিয়েছিলেন, তিনি একেবারেই অভিনয় পেশায় আসতেন না। রঞ্জিত মল্লিক বলেন, “আমার বাবা পেশায় ছিলেন আইনজীবী। তিনি শৈল্পিক মানুষও ছিলেন। থিয়েটার-গান-বাজনা এসবও করতেন বাবা। দুর্গা পুজোর সময় নবমীর দিন আমাদের বাড়িতে পারিবারিক নাটক হত। আমরা সকলে সেখানে অংশ নিতাম। তবে অভিনয়কে ভালবাসলেও বাবা কখনওই চাইতেন না আমি অভিনয়কে পেশা হিসেবে নিই। তাই তিনি খুব একটা খুশি ছিলেন না শুরুতে। তারপর যখন দেখলেন মৃণালের সেনের ছবিতে অভিনয় করে আমি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছি, তখন বিষয়টায় বাবা গর্বিতই হয়েছিলেন।”

৯০-এর দশকের বাংলা বাণিজ্যিক ছবিতে বেল্ট ম্যান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন রঞ্জিত মল্লিক। তিনি অসম্ভব রাগী ইমেজ তৈরি করেছিলেন পর্দায়। রঞ্জিত অভিনীত অধিকাংশ চরিত্রই ভিলেনদের বেধড়ক মারত। আর তাঁর অস্ত্র ছিল বেল্ট! বিষয়টি নিয়ে আজও রঙ্গ-রসিকতা করেন প্রবীণ অভিনেতা।