‘পুরুষরা সুযোগের সন্ধানে থাকে’, কন্যাকে নিয়ে দুশ্চিন্তার ভাঁজ কনীনিকার কপালে

Sneha Sengupta |

May 24, 2024 | 1:54 PM

Koneenica Banerjee: কনীনিকা কিন্তু এ কথাও বলেছেন, "কেবল মহিলারা নন, অনেক পুরুষরাও যৌন নির্যাতনের শিকার হন। মহিলারাও কিন্তু পুরুষদের নির্যাতন করেন। ছোট ছেলেরা ছোট থেকেই নির্যাতনের শিকার হতে শুরু করেন। সেই দিকটাও ভেবে দেখার বিষয়...।"

পুরুষরা সুযোগের সন্ধানে থাকে, কন্যাকে নিয়ে দুশ্চিন্তার ভাঁজ কনীনিকার কপালে
কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

কনীনিকা বন্দ্যোপাধ্যায়–বাংলা সিরিয়াল এবং সিনেমার এক জনপ্রিয় অভিনেত্রী। ‘এক আকাশের নীচে’ সিরিয়ালে দর্শক তাঁকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন ‘পাখি’ হিসেবে। সেই পাখি এখন অনেক পরিণত। ‘অন্দরমহল’ সিরিয়ালের পরমেশ্বরী, ‘মুখার্জিদার বউ’ সিরিয়ালের গৃহবধূ– পরবর্তীকালে বেশ কয়েকটি মাঝবয়সি দাপুটে চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন কনীনিকা। সম্প্রতি স্ট্রিম করতে শুরু করবে ‘আবার রাজনীতি’ ওয়েব সিরিজ়টি। সিরিজ় সম্পর্কে কথা বলতে গিয়ে সাহসী কনীনিকা ধরা দিলেন। যে কনীনিকা মহিলাদের হয়ে সোচ্চার হলেন সদর্পে।

কনীনিকার মা হাসপাতালে ভর্তি। ডাক্তাররা বুঝতেই পারছেন না ঠিক কী হয়েছে তাঁর। চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করানোর পর কলকাতায় ফিরেছেন কনীনিকা। জন্মদিনেও মাকে নিয়ে দুশ্চিন্তা করে কেটেছে অভিনেত্রীর। এক কন্যাসন্তানের জননীও কনীনিকা। তাঁকে নিয়েই সময় কেটে যায় তাঁর। হাজার ব্যস্ততার মাঝে TV9 বাংলার সঙ্গে খোশগল্প জুড়ে দিলেন কনীনিকা।

চিরটাকালই স্পষ্টবক্তা কনীনিকা রান্না করতে-করতে বললেন, “মেয়েকে নিয়ে চিন্তায় থাকি।” চাইল্ড অ্যাবিউজ় নিয়ে কথা চলতে থাকে। অভিনেত্রী বলেন, “পুরুষরা সুযোগের সন্ধানে থাকে। প্রত্যেক ছেলেমেয়ে ছোটবেলায় যৌন-নির্যাতনের শিকার হয়। আমিও হয়েছি। আমরা সকলেই হয়েছি। আমি খুবই ভোকাল ছিলাম ছোট থেকে। রেবেলও বলা হতে আমাকে। যখন কিছু বুঝতাম না, কিছু করতে পারিনি। কিন্তু বুঝতে শিখেছি যখন, বলে ফেলেছি যা বলার। আমি চাই ছোট থেকেই সেক্স এডুকেশন পড়ানো হোক। তা হলেই মহিলাদের শরীরের প্রতি এই অমোঘ আকর্ষণ তৈরি হবে না পুরুষদের।”

কনীনিকা কিন্তু এ কথাও বলেছেন, “কেবল মহিলারা নন, অনেক পুরুষরাও যৌন নির্যাতনের শিকার হন। মহিলারাও কিন্তু পুরুষদের নির্যাতন করেন। ছোট ছেলেরা ছোট থেকেই নির্যাতনের শিকার হতে শুরু করেন। সেই দিকটাও ভেবে দেখার বিষয়…।”

Next Article