ব্রেকআপের গুঞ্জনের মাঝে অর্জুনের সঙ্গে এ কী করলেন মালাইকা… কামড় দিলেন কীসে?

Malaika Arora-Arjun Kapoor: প্রাক্তন স্বামী আরবাজ় খানের বিয়ের পর প্রায় অর্ধেক বয়সি প্রেমিক অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি হয় নানা গুঞ্জন। অর্জুন নাকি মালাইকাকে বিয়ে করবেন না। কেবলই সময় কাটাচ্ছেন অভিনেত্রীর সঙ্গে। কিন্তু সেই গুঞ্জনের মাঝে এ কী শোনা গেল?

ব্রেকআপের গুঞ্জনের মাঝে অর্জুনের সঙ্গে এ কী করলেন মালাইকা... কামড় দিলেন কীসে?
মালাইকা এবং অর্জুন।
Follow Us:
| Updated on: Jan 09, 2024 | 1:24 PM

সম্প্রতি বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেছেন মালাইকা আরোরার প্রাক্তন স্বামী আরবাজ় খান। আরবাজ়ের বিয়ের পর থেকে লাইমলাইট কেড়ে নিয়েছে মালাইকা। তিনি নাকি মন খারাপ করে ছিলেন। তাঁর অর্ধেক বয়সি প্রেমিক অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি হয় নানা গুঞ্জন। অর্জুন নাকি মালাইকাকে বিয়ে করবেন না। কেবলই সময় কাটাচ্ছেন অভিনেত্রীর সঙ্গে। সেই কারণেই প্রাক্তন স্বামীর বিয়ের খবর কানে আসতেই মালাইকা নাকি মনমরা হয়ে গিয়েছেন।

মালাইকা আরোরার কানে পৌঁছেছে সেই সব গুঞ্জন এবং তিনি করেছেন এক আশ্চর্য কাজ। যে কাজের ভিডিয়ো তুলে নিজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয় বান্ধবী ফারহা খান।

শুটিং চলছিল মুম্বইয়ের এক স্টুডিয়ো ফ্লোরে। মেকআপ ভ্যানে বসেছিলেন মালাইকা। তিনি ফোন ঘোরান প্রেমিক অর্জুনকে এবং তাঁকে বাড়ির খাবার পাঠাতে হুকুম করেন। প্রেমিকার কথায় বাড়িতে তৈরি সুস্বাদু খাবার অবিলম্বে পাঠিয়ে দিয়েছেন অর্জুন। এবং সেই রাশি-রাশি খাবারের ভিডিয়ো ফারহা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। খাবারের থালায় একটি সুস্বাদু চিকেনের পায়ে কামড় বসাতে দেখা যায় মালাইকাকে। সেই সঙ্গে তাঁর মুখে দেখা যায় হাসিও।

ফারহা সেই ভিডিয়োতে বলছেন, মালাইকা অর্জুনকে ফোন করে খাবার আনার কথা জানিয়েছেন। এবং আদর্শ প্রেমিকের মতো অর্জুন গোটা ইউনিটের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন।