স্ত্রী পিয়াকে জড়িয়ে নীলে নীল পরমব্রত, জানালেন লিটল মাস্টারের কথাও…

Sneha Sengupta |

Jul 09, 2024 | 2:03 PM

Parambrata-Piya: স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় আদুরে ছবি শেয়ার করেছেন ম্যানহ্যাটন শহর থেকে। সেই সঙ্গে জানিয়েছেন লিটল মাস্টারের কথাও। কে এই লিটল মাস্টার?

স্ত্রী পিয়াকে জড়িয়ে নীলে নীল পরমব্রত, জানালেন লিটল মাস্টারের কথাও...
পরমব্রত এবং পিয়া।

Follow Us

বাংলার খ্যাতনামী শিল্পীরা কলকাতায় নেই কিছুদিন। তাঁরা সকলে পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। এনএবিসি (NABC) অ্যাওয়ার্ডের জন্য তাঁরা সকলে জড়ো হয়েছেন সেখানে। সস্ত্রীক গিয়েছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। স্ত্রী পিয়ার সঙ্গে আদুরে ছবি শেয়ার করেছেন ম্যানহ্যাটন শহর থেকে। সেই সঙ্গে জানিয়েছেন লিটল মাস্টারের কথাও। কে এই লিটল মাস্টার?

মার্কিন মুলুকে রং মেলান্তি হয়েছে পিয়া-পরমের। নীল পোশাক পরেছেন দু’জনে। কিন্তু বিষয়টিকে কাকতালীয় বলেছেন পরমব্রত। স্ত্রীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমাদের ম্যানহ্যাটন ঘোরার দিন পিয়া ও আমি নীল পরেছি। এটা কিন্তু কাকতালীয় বিষয়। লিটল মাস্টারের পোস্টারও দেখলাম। এতগুলো কাকতালীয় বিষয় ঘটলে সেলফি তুলতেই হয়।”

যে দুটি ছবি পরম শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে স্ত্রী পিয়াকে আলিঙ্গন করে আছেন তিনি। অন্য ছবিটিতে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে মেসির পোস্টার। লিটল মাস্টার বলতে পরম মেসির কথা বলেছেন তাঁর পোস্টে। তাঁদের এই ছবি শেয়ার হতেই অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন পিয়া-পরমকে। অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, “দেখে হিংসে হচ্ছে। কিন্তু তোমাদের জন্য আমি খুব খুশি।” অনেকে তাঁদের সেরা দম্পতির তকমাও দিয়েছেন।

Next Article