
আগামী ১৯ এপ্রিল বিয়ে করবেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং পরিচালক রাতুল মুখোপাধ্যায়। ৬ বছর ধরে সম্পর্কে আছেন তাঁরা। সেই সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন রূপাঞ্জনা-রাতুল। রাজারহাটে একটি হোটেল ভাড়া করা হয়েছে এই গ্যান্ড বিয়ের জন্য। পরিবারিক পুরোহিত বিয়েটা দিচ্ছেন। প্রথমে সামাজিক প্রথা মেনেই বিয়ে করবেন রূপাঞ্জনা-রাতুল। রেজিস্ট্রি হবে তারপর কিংবা সেইদিনই। এখন দিনরাত বিয়ের জোগাড় করতে ব্যস্ত রূপাঞ্জনা-রাতুল।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে-করতেই আলাপ রূপাঞ্জনা-রাতুলের। সিরিয়ালে অভিনয় করতেন রাতুল। রূপাঞ্জনার সঙ্গে সেখান থেকেই আলাপ। বন্ধুত্ব। প্রেম। রাতুলের মধ্যে পরিচালক সত্ত্বাকে উজ্জ্বীবিত করেছিলেন রূপাঞ্জনাই। বর্তমানে রাতুল পুরোদস্তুর পরিচালনাতেই মন দিয়েছেন। ‘পালক’, ‘ইকিরমিকির’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি।
রূপাঞ্জনার পুত্র রিয়ানের সঙ্গে দারুণ ভাব রাতুলের। তাকে ‘চ্যাম্পস’ বলে ডাকেন রাতুল। তাঁদের সম্পর্কের কথা প্রথম TV9 বাংলাই জানিয়েছিলেন। তখনই রাতুল বলেছিলেন, “খুবই মিষ্টি ছেলে রিয়ান। আমার সঙ্গে ভিডিয়ো গেমস খেলে ও। আমার সঙ্গে প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে ওঁর। আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই। কিন্তু মানসিক সম্পর্ক রয়েছে।”
সে সময় রূপাঞ্জনা সম্পর্কে রাতুল বলেছিলেন, “আমাদের ৬-৭ বছরের বয়সের পার্থক্য। আমি ছোট। রূপাঞ্জনা বড়। বয়েসটা তো এখন কেবলই একটা নম্বর মাত্র।” বলতে-বলতে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর এবং তাঁর স্ত্রী চিকিৎসক অঞ্জলি তেন্ডুলকরের প্রসঙ্গও টানেন রাতুল। বলেছিলেন, “মানসিক কানেকশনটাই আসল এ ক্ষেত্রে। আমার পরিবারও কিন্তু বিষয়টাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। রূপাঞ্জনারও…”