‘…কিরণ দত্ত নিখোঁজ হলে, পুলিশ আমায় ধরবে’, বললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

Kiran Dutta-Bitkel Bangali: 'বিটকেল বাঙালি' সঈদকে তাঁর ভক্তরা ভালবেসে একটি উপহার দিয়েছেন। সেটি একটি পোস্ট। তাতে লেখা, "ভাই ১০জন উন্মেষ গঙ্গোপাধ্যায় (বাঁকুড়া মিমসের স্রষ্টা), ২০জন কিরণ দত্ত (বং গাইয়ের স্রষ্টা)-কে রোজ ব্রেকফাস্টে খেয়ে নিতে পারেন"।

...কিরণ দত্ত নিখোঁজ হলে, পুলিশ আমায় ধরবে, বললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
কিরণ-সঈদ।

|

May 30, 2024 | 2:52 PM

বেশ কয়েক মাস ধরে ভাইরাল কনটেন্ট তৈরি করছে ‘বিটকেল বাঙালি’র ইউটিউব পেজ। ‘বিটকেল বাঙালি’র স্রষ্টার নাম সঈদ শামসিল। যুবক নিজেকে কমিডিয়ান হিসেবে চিহ্নিত করেছেন তাঁর সাম্প্রতিকতম ভিডিয়োতে। তাঁর ফলোরায় সংখ্যা (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) ৬ লাখ ৩২ হাজারেরও বেশি। পারিপার্শ্বিক বহু ঘটনাকে কেন্দ্রে করে মজার-মজার ভিডিয়ো তৈরি করেন তিনি। কৌতুক করেন। গুরুগম্ভীর বিষয়কে নিয়ে রসিকতা করেন এই অভিনেতা। এবং সেই ভিডিয়োতে থাকে বার্তা। সে সবই গোগ্রাসে গেলেন ফলোয়াররা। ‘বিটকেল বাঙালি’ সঈদকে তাঁর ভক্তরা ভালবেসে একটি উপহার দিয়েছেন। সেটি একটি পোস্ট। তাতে লেখা, “ভাই ১০জন উন্মেষ গঙ্গোপাধ্যায় (বাঁকুড়া মিমসের স্রষ্টা), ২০জন কিরণ দত্ত (বং গাইয়ের স্রষ্টা)-কে রোজ ব্রেকফাস্টে খেয়ে নিতে পারেন”। এই পোস্টটি করার কারণ, তাঁদের বক্তব্য, বিটকেল বাঙালি উন্মেষ এবং কিরণের চেয়ে ১০-২০ গুণ ভাল। নিজের সহজাত কায়দায় একটি ভিডিয়ো তৈরি করে সঈদ প্রতিবাদ করেছেন, “আমি এখানে কমেডিয়ান হতে এসেছি না রাক্ষস হতে এসেছি। আমি জ্যান্ত-জ্যান্ত মানুষ খেয়ে নেব!বেশি খাই কেউ হয়তো দেখে নিয়েছেন। কিন্তু তাই বলে এই কথা বলবেন আপনারা। কিরণকে তাও খাওয়া যাবে, কিন্তু উন্মেষের মতো লম্বা-চওড়া মানুষকে কীভাবে খাব। তাও জ্যান্ত! আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এখানে…।”

তারপর মস্করা বন্ধ করে সঈদ বলেছেন যে, কেউ তাঁর নাম করলে তাঁর ভাল লাগে। গালিগালাজ না করে ভাল কনটেন্ট তৈরি করি শুনলে তাঁর মনটা নরম হয়। কিন্তু তাঁর প্রশংসা করতে গিয়ে কাউকে ছোট করা হলে তিনি আঘাতপ্রাপ্ত হন। বলেছেন, “কাউকে ছোট করলে আমার খারাপ লাগে। প্রত্যেকের আলাদা-আলাদা যাত্রাপথ আছে। প্রত্যেকের জার্নি ভিন্ন। কমেডি সাবজেক্টিভ ব্যাপার। সকলে নিজের মতো করে মানুষকে হাসানোর চেষ্টা করছেন। আমার কেউ কাউকে খেতে আসিনি। আমরা মানুষকে হাসাতে এসেছি।” সম্প্রতি রেমাল ঘূর্ণিঝড় নিয়ে ভিডিয়ো তৈরি করেছেন সঈদ। ১ মিনিট ৩১ সেকেন্ডের সেই ভিডিয়োতেও পড়েছে লাখ লাখ ভিউজ়।