
কেন পদবী ব্যবহার করেন না সুপারস্টার জিৎ? সম্প্রতি জানিয়েছেন সেই কথাই। এক সংবাদমাধ্যমের আয়োজিত একটি টকশোতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন জিৎ। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, কেন কোনও পদবী ব্যবহার করেন না তিনি। বেশ মজার একটি উত্তর দিয়েছেন জিৎ।
কেন পদবী ব্যবহার করেন না, এই প্রশ্ন শুনেই জিৎ বলেছেন, “আমি মানুষের মন জয় করতে চাই, তাই আমার নাম কেবলই জিৎ।” তারপর তিনি বলেন, “স্কুলে আমার নাম জিতেন্দ্র মাদনানি। বাড়িতে সকলেই আমাকে জিতু-জিতু বলে ডাকত। সিনেমা করতে আসি যখন, আমার নাম হয়ে যায় জিৎ। আসলে জিৎ মানে তো জয় করা। মানুষের মন জয় করতে চেয়েছিলাম…”
জিৎ বাঙালি নন। তিনি অবাঙালি। অবাঙালি হয়েও তিনি বাংলা বিনোদন জগতে রয়ে গেলেন। বাণিজ্যিক ছবি তো বটেই, ‘কৃষ্ণকান্তের উইল’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। প্রথম ছবির নাম ছিল ‘সাথী’। সেই ‘সাথী’ ব্লকবাস্টার হিট। যাত্রা শুরু জিতের। বাংলা বাণিজ্যিক ছবির এই নায়ক ধীরে-ধীরে হয়ে উঠলেন প্রযোজক। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের প্রযোজিত ছবিতে অভিনয় করছেন জিৎ। লঞ্চ করেছেন বহু তারকাকে। নুসরত জাহানের মতো তারকাকেও লঞ্চ করেছিলেন তিনিই। সম্প্রতি তাঁর পুত্র সন্তান জন্মেছে। তার আগে কন্যাসন্তান রয়েছে। সুখী-সংসারী ব্যক্তি তিনি। একটা সময় স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেমচর্চিত ছিল খুবই। শোনা যায়, সেই প্রেম নাকি ভাঙে কোয়েল মল্লিকের হস্তক্ষেপে।