প্রিয় রক্সির জন্মদিনে কী করলেন তৃণা, ভিডিয়ো পোস্ট হতেই…
Trina Saha: তৃণা তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন রক্সির। তৃণার অনুরাগীরাও রক্সিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। দেখা যাচ্ছে, একটি লম্বা ডগ বিক্সুট দেখে সে তিড়িংবিড়িং করে লাফ দিচ্ছে।

বাড়িতে সারমেয় পোষ্য় আছে অভিনেত্রী তৃণা সাহার। সেই পোষ্যর নাম রক্সি। সে খুবই ছোট সে। বিদেশি কুকুর। সারাদিন তৃণার পায়ে-পায়ে ঘুরে বেড়ায়। তৃণা তাঁকে নিয়ে খুবই যত্নশীল। রক্সির জন্মদিন ছিল বৃহস্পতিবার। তাকে নিয়ে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণা।
তৃণা তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন রক্সির। তৃণার অনুরাগীরাও রক্সিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। দেখা যাচ্ছে, একটি লম্বা ডগ বিক্সুট দেখে সে তিড়িংবিড়িং করে লাফ দিচ্ছে।
সম্প্রতি তৃণার প্রথম মিউজ়িক ভিডিয়ো মুক্তি পেয়েছে। সেই গানের নাম ‘বোকা সোডা’। গানটিতে তৃণার সঙ্গে অংশগ্রহণ করেছেন তাঁর স্বামী অভিনেতা নীল মুখোপাধ্যায়ও। দু’জনে মিলে এই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে এলেন। মিউজ়িক ভিডিয়ো রিলিজ়ের পর অনেকেই সেই গানের সঙ্গে নাচার জন্য তৃণাকে তুলোধনা করেছেন। এটাও বলেছেন, “আপনাকে আনফলো করলাম আমরা।”
View this post on Instagram
কিছুদিন আগে তাইল্যান্ডে গিয়েছিলেন তৃণা। সেখানে তিনি এবং নীল একটি ওয়েব সিরিজ়ের জন্য অভিনয় করেছেন। সেই ওয়েব সিরিজ়ও কিছুদিন পরে রিলিজ় করবে। এই মুহূর্তে ‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়ালে অভিনয় করছেন তৃণা।





