AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দরজা খুলতেই অবাক! কাঁদতে-কাঁদতে স্বামী স্বর্ণদীপ্তকে জড়িয়ে ধরলেন অর্পিতা, এ কেমন সারপ্রাইজ়…

Swarnadipta-Arpita: বিষয়টা এরকম 'মা সারদা'র সঙ্গে 'বাঘাযতীন'-এর হানিমুন। এই দুই চরিত্রেই অভিনয় করেছেন ছোট পর্দার এই দুই অভিনেতা। সম্প্রতি বিয়ে করেছেন স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা মণ্ডল। মধুচন্দ্রিমা করতে উত্তরবঙ্গে গিয়েছেন তাঁরা। সেখানেই ঘটে গেল এক ঘটনা...

দরজা খুলতেই অবাক! কাঁদতে-কাঁদতে স্বামী স্বর্ণদীপ্তকে জড়িয়ে ধরলেন অর্পিতা, এ কেমন সারপ্রাইজ়...
স্বর্ণদীপ্ত-অর্পিতা।
| Updated on: Jan 29, 2024 | 11:39 AM
Share

জন্মদিন নিয়ে অর্পিতাকে কিছুই জানাননি স্বর্ণদীপ্ত। আগে থেকেই ঠিক করে রাখা ছিল অর্পিতার জন্মদিনের সময়টাতেই মধুচন্দ্রিমায় যাবেন তাঁরা। কিন্তু সেই জন্মদিনটা কীভাবে পালিত হবে, তা অর্পিতাকে টের পেতে দেননি স্বর্ণদীপ্ত। বারবারই ভান করছিলেন স্ত্রীর জন্মদিনে তিনি কিছুই করতে পারছেন না। কিন্তু পরিকল্পনা চলছিল ভিতরে-ভিতরে, খুব গোপনে। এদিকে স্বামীর মুখে এই কথাগুলো শুনে সান্ত্বনা দিচ্ছিলেন অর্পিতা। তিনি নাকি এ কথাও বলেছেন, এই যে তিনি এবং স্বর্ণদীপ্ত স্বামী-স্ত্রী, এটাই তাঁর সবচেয়ে বড় উপহার।

সাধারণতন্ত্র দিবসে মধুচন্দ্রিমা করতে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছিলেন অর্পিতা-স্বর্ণদীপ্ত। গন্তব্য কালিম্পং। হৃত্বিক রোশনের ভক্ত স্বর্ণদীপ্ত (হৃত্বিক রোশনের প্রত্যেকটি ছবি তিনি ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখেন) তাঁর সদ্যমুক্তিরপ্রাপ্ত ‘ফাইটার’ না দেখে স্ত্রীকে নিয়ে হানিমুনে বেড়িয়ে পড়েন। বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিনও সেই সময়তেই। হৃত্বিক বনাম অর্পিতার এই লড়াইয়ে, শাহরুখ খানের অন্ধভক্ত অর্পিতাকেই প্রাধান্য দিয়েছিলেন স্বর্ণদীপ্ত। শেখার মতো বিষয় বইকি!

কী ছিল সেই বার্থ ডে সারপ্রাইজ়?

কালিম্পংয়ের যে হোম স্টেতে এই মুহূর্তে রয়েছেন স্বর্ণদীপ্ত এবং তাঁর স্ত্রী অর্পিতা, সেখানে আগে থেকেই সারপ্রাইজ় সম্পর্ক সবরকম কথা বলে রেখেছিলেন স্বর্ণদীপ্ত। হোমস্টেতে তাঁদের বেডরুমের বিছানার উপরে হ্য়াপি বার্থ ডে লিখে রেখেছিলেন স্টাফেরা। সারা বিছানায় বেলুন এবং কালিম্পংয়ের বিখ্যাত বেকারির কেক রাখা ছিল। হোমস্টেতে কর্মরত এক পাহাড়ি কর্মী প্রথম অর্পিতাকে সেই ঘরে নিয়ে গিয়েছিলেন এবং দরজা খুলতেই অর্পিতা পেয়ে যান তাঁর সারপ্রাইজ়। কিছু বলার মতো অবকাশ ছিল না অভিনেত্রীর। চোখ ছাপিয়ে জল বেয়ে আসছিল তাঁর। সারপ্রাইজ় পেতে কে না ভালবাসে! অর্পিতাও বাক্যহীন হয়ে পড়েন লহমায়। কোনও কিছু ভেবে না পায়ে কেঁদে জড়িয়ে ধরেন স্বামীকে। বিষয়টি TV9 বাংলার সঙ্গে ক্যালিম্পং থেকে একান্তভাবে শেয়ার করে নিয়েছেন স্বর্ণদীপ্ত-অর্পিতা।

অভিনেত্রী অর্পিতা মণ্ডলকে যেভাবে জন্মদিনের সারপ্রাইজ় দিলেন তাঁর স্বামী অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ।

২৭ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলা সিরিয়ালে এই দুই অভিনেতা। অপরাজিতা আঢ্য অভিনীত ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে প্রথম দেখা হয় স্বর্ণদীপ্ত-অর্পিতার। প্রায় ১ বছর সম্পর্কে থাকার পর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। জাঁকজমকের সঙ্গে বিয়ের অনুষ্ঠান পালন করেন তাঁরা। সেই বিয়েতে হাজির ছিলেন তাঁদের অনস্ক্রিন মা অপরাজিতাও। এই মুহূর্তে উত্তরবঙ্গের পাহাড়ে একান্ত সময় কাটাচ্ছে এই তারকা জুটি। ও হ্যাঁ, স্বর্ণদীপ্তর সঙ্গে মধুচন্দ্রিমায় যাওয়ার সময় জীবনে প্রথম বিমানযাত্রা করেছেন অর্পিতা। প্রথমবার ফ্লাইটে উঠে যাত্রা করে কান বন্ধ হয়ে যায় তাঁর। তবে স্বামীর সঙ্গে অর্পিতার ‘প্রথম অনেককিছু’ যে চিরস্মরণীয় থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না…