
মডেলিং দিয়ে বিনোদন জগতের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী মেধা শঙ্কর। দু’-একটা ছবিতে কাজ করেছিলেন তিনি। তবে নাম করতে পারেননি। তারপর হয় লকডাউন। সেই লকডাউনের সময় সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন মেধা। এতটাই খারাপ অবস্থা ছিল যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়েছিল মাত্র ২৫৭ টাকা। সেই টাকা দিয়ে কী করতেন তিনি? জীবনের সেই দুর্বিষহ সময়ের কথা মেধা নিজের মুখেই শেয়ার করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে।
মেধা বলেছেন, “সেই সময় আমার কাছে মাত্র ২৫৭ টাকা পড়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে। হাতে কাজ ছিল না একদম। সেই সময় ভয়ানক অবস্থা হয়েছিল আমাদের।” কিন্তু অন্ধকারের পরেই আলো আসে। তেমনটাই আসে মেধার জীবনেও। জীবন পাল্টে যায় তাঁর পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে দেখা হওয়ার পর।
২০২২ সালে বিধু বিনোদ চোপড়ার সঙ্গে দেখা হয় মেধার। সেই সময় তিনি ‘টুয়েলফথ ফেল’ ছবি তৈরির কাস্টিং করছিলেন। মেধাতে তাঁর নায়িকা হিসেবে পছন্দ হয়। পরিকল্পনা মতোই মেধাকে ছবিতে কাস্ট করা হয় অভিনেতা বিক্রান্ত ম্যাসির বিপরীতে। চম্বলের ছেলে আইপিএস অফিসার মনোজ শর্মার জীবনকে কেন্দ্র করে তৈরি হয় ছবিটি। মনোজের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। মেধাকে দেখা যায় মনোজে স্ত্রী শ্রদ্ধার চরিত্রে। ছবি মুক্তি পাওয়ার পর পর্দায় তেমনভাবে সাড়া ফেলেনি। তবে ওটিটি প্ল্যাটফর্মে শোরগোল ফেলে দেয়। ওটিটি প্ল্যাটফর্মে ‘টুয়েলফথ ফেল’ মুক্তি পাওয়ার পরই রশ্মিকা মন্দানা, তৃপ্তি দিমরির মতো অভিনেত্রীদের সঙ্গে নাম নেওয়া হচ্ছে মেধা শঙ্করের। তাঁকেও বলা হচ্ছে ‘ন্যাশনাল ক্রাশ’।