সকালে খেলে রাতে কী খাবেন জানতেন না কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা, অভিনেতা-বিধায়কের সঙ্গে বিচ্ছেদের পর কী হয় তাঁর হাল?

Sneha Sengupta |

Jan 17, 2024 | 4:32 PM

Kanchan Mallick-Anindita: লেখাপড়া শেষ করার পাঁচ বছর পর ফের অভিনয় করতে শুরু করেছেন অনিন্দিতা। অল্প বয়সেই ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করছেন। বিষয়টি নিয়ে তাঁর কোন গ্লানিও নেই। সম্প্রতি তাঁকে 'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে দেখা যাচ্ছে।

সকালে খেলে রাতে কী খাবেন জানতেন না কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা, অভিনেতা-বিধায়কের সঙ্গে বিচ্ছেদের পর কী হয় তাঁর হাল?
অনিন্দিতা দাস এবং কাঞ্চন মল্লিক।

Follow Us

খুব অল্প বয়সে, অনেকটা বাড়ির অমতেই টলিউডের অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিককে বিয়ে করেছিলেন অনিন্দিতা দাস। কাঞ্চনের মতো তিনিও পেশায় একজন অভিনেত্রী। নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়ের পরিচালিত প্রথম বাংলা ছবি ‘হারবার্ট’-এ যুবক ‘হারবার্ট’ অর্থাৎ, অভিনেতা জয়রাজ ভট্টাচার্যর বিপরীতে তাঁর নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা। নিয়মিত ধারাবাহিককেও কাজ করেছিলেন তিনি। টানা সাড়ে সাত বছর কাঞ্চনের সঙ্গে সংসার করার পর বিয়ে ভাঙে তাঁদের।

তারপরই লেখাপড়ায় মন দিতে শুরু করেন অনিন্দিতা। ছৌ নাচ নিয়ে গবেষণা করেছেন। চিরকালই খুব ঘরকুনো অনিন্দিতা। তাই টলিউডে কাজে পাওয়ার জন্য নিজে থেকে কারও কাছে যেতে পারেননি। তাঁকে চিনে কাজের প্রস্তাব নিয়ে গেলে, তাঁর সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। কিন্তু নিজে থেকে এগিয়ে যেতে পারেননি। তা নিয়ে কোনও আফসোসও নেই অনিন্দিতার।

এদিকে লেখাপড়া শেষ করার পাঁচ বছর পর ফের অভিনয় করতে শুরু করেছেন অনিন্দিতা। অল্প বয়সেই ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করছেন। বিষয়টি নিয়ে তাঁর কোন গ্লানিও নেই। সম্প্রতি তাঁকে ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে দেখা যাচ্ছে।

একবার এক সাক্ষাৎকারে অনিন্দিতা বলেছিলেন, তিনি নাকি খুব একটা টাকাপয়সা জমাতে পারেন না। সবই খরচ করে ফেলেন। তাঁর নাকি এমন দিনও গেছে, যখন জানতেন না সকালে খেলে রাতে কী খাবেন। সে সময় বন্ধুরা তাঁকে সাহায্য করেছিলেন। কাঞ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর রটেছিল, তিনি নাকি মোটা টাকার খোরপোষ চেয়েছিলেন। বিষয়টিকে ফুৎকারে উড়িয়েছিলেন অভিনেত্রী। ‘সব মিথ্যা’, পরোক্ষভাবে বলেছিলেন তিনি।

অন্যদিকে অনিন্দিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী পিঙ্কিকে বিয়ে করেছিলেন কাঞ্চন। সেই বিয়ে থেকে তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। পিঙ্কির সঙ্গেও নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে কাঞ্চনের। কাঞ্চনের বিশেষ বান্ধবী অভিনেত্রী শ্রীময়ীকে নাকি বিয়ে করবেন অভিনেতা। বাতাসে এখন তেমনই গুজব।

Next Article