সহকারীর সাধে দুটো পটলভাজা খেয়েই পেট ভরালেন প্রসেনজিৎ, আর দই-শসা?

Prosenjit Chatterjee: নেমন্তন্ন বাড়িতে গেলে আমজনতা কী করেন, প্লেট সাজিয়ে অনেককিছুই খেয়ে থাকেন। ...আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? ...তাঁর প্লেটে কী থাকে? কী কী খান? সেই ছবিই আপনাদের দেখানো হবে এই প্রতিবেদনে। সম্প্রতি এক নেমন্তন্ন বাড়িতে গিয়ে প্রসেনজিৎ কী খেলেন জানেন?

সহকারীর সাধে দুটো পটলভাজা খেয়েই পেট ভরালেন প্রসেনজিৎ, আর দই-শসা?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Jan 19, 2024 | 4:07 PM

কেবলই দই-শসা খান না অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই খবর TV9 বাংলা ডিজিট্যাল আগেই জানিয়েছে পাঠকদের। খুবই মেপে খাবার খান তিনি এবং প্রচুর জল খান। বাড়ির প্রত্যেক ঘরের নানা কোণে বসানো থাকে জলের পাত্র। আর নেমন্তন্ন বাড়িতে গেলে? কী খান বুম্বাদা?

নেমন্তন্ন বাড়িতে গেলে আমজনতা কী করেন, গোগ্রাসে খেতে থাকেন প্লেট ভরে। …আর প্রসেনজিৎ? …তাঁর প্লেটে কী থাকে? সেই ছবিই আপনাদের দেখানো হবে এই প্রতিবেদনে। সম্প্রতি এক নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলেন প্রসেনজিৎ। তাঁরই সহকারী ঐন্দ্রিলার সাধ ছিল সেদিন। ঐন্দ্রিলার পরিচয় প্রসেনজিতের সহকারী হওয়ার পাশাপাশি তিনি গায়ক দুর্নিবার সাহার স্ত্রী। গত বছরই তাঁদের বিয়ে হয়েছে। এবং সুখবর জানিয়েছেন তাঁরা। আর মাত্র কয়েক দিনেরই অপেক্ষা–দুর্নিবার এবং ঐন্দ্রিলা বাবা-মা হবেন।

ঐন্দ্রিলার সেই সাধের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন প্রসেনজিৎ। ঐন্দ্রিলার সঙ্গে একই টেবিলে বসে খেতে দেখা যায় তাঁকে। ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। সাধে অনেকরকম পদ খেতে দেওয়া হয় হবু মায়েদের। বাটি সাজিয়ে দেওয়া হয় থালার আশপাশে। তেমনটা দেওয়া হয় ঐন্দ্রিলাকেও। কিন্তু উল্টোদিকে বসা প্রসেনজিতের থালা দেখলে অবাক হবেন। সেখানে ছিল এক পিস লঙ্কা এবং দুটি ছোট-ছোট পটল ভাজা। তা হলে কি সেইটুকুই খেয়েছিলেন বুম্বাদা?