
অভিনেত্রী দেবলীনা কুমার এখন দর্শকদের কাছে পরিচিত মুখ। ‘প্রাক্তন’ ছবির হাত ধরেই বড় পর্দায় আসেন। এমনিতে নৃত্যশিল্পী হিসেবে আগে থেকেই পরিচিত ছিলেন তিনি। তবে টলিপাড়ায় জনপ্রিয়তা পেয়েছেন ‘রঙ্গবতী’ গানের তালে নেচে। তবে দেবলীনা কুমারকে কেন্দ্রীয় চরিত্রে সেইভাবে পাওয়া যায়নি। সেই অর্থে এই প্রথম তিনি নায়িকার চরিত্রে অভিনয় করছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ‘রাস’ ছবিতে। এই ছবিতে ত্রিকোণ প্রেম দেখা যাবে, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন দবলীনা কুমার, রণজয় বিষ্ণু ও বিক্রম চট্টোপাধ্যায়।
এই প্রসঙ্গেই TV9 বাংলার সঙ্গে আড্ডায় উঠে এল তাঁর মন দুঃখের কথা। এমনিতে তিনি প্রভাবশালী নেতা দেবাশিস কুমারের কন্যা, অন্য দিকে মহানায়ক উত্তম কুমারের নাতবউ, তবে সেইভাবে প্রভাব বিস্তার করে টলিপাড়ায় কাজ পাওয়ার চেষ্টা করেননি। তাঁকেই প্রশ্ন করা হয়েছিল টলিপাড়ার বিশেষ কোনও প্রযোজক সংস্থার থেকে কি কোন আশা ছিল? সেই আশা পূর্ণ না হওয়ার কারণে কি মন দুঃখ হয়? উত্তরে দেবলীনা বলেন, “দেখ আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছো। হ্যাঁ আমার আগে মন খারাপ হতো। কারণ আমি আশা করতাম নিশ্চয়ই ভাল চরিত্রে সুযোগ আসবে। বিশেষ করে যখন সবাই বলত, কাজ ভাল হয়েছে। তবে এখন আর মন খারাপ হয় না। এখন বুঝে গিয়েছি। আর আমি কোনওদিন নিজে গিয়ে কাজ চাইতে পারব না। আর এমনও নয়, আমি বাবার প্রভাব খাটিয়ে কাজ করব।”
তিনি আরও যোগ করেন, ”এটি আমায় আমার স্বামী গৌরব চট্টোপাধ্যায় বুঝিয়েছেন। কারণ ও ছোট থেকে অনেক চড়াই উতরাই দেখেছে জীবনে। উত্তম কুমারের পরিবারের মানুষ হয়েও নানা সমস্যার মুখে পড়েছে। ও-ই বলেছে যে ধৈর্য্য ধরতে হবে, সময়ের আগে কিছুই হবে না। আর আশা না করাই ভাল। সব মিলিয়ে আমি এখন বিষয়গুলো বুঝে গিয়েছি, তাই এখন আর মন খারাপ হয় না। এখন আমি খুশি ‘রাস’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি। তথাগত দা কে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য।”