
রেখা ও অমিতাভ বচ্চন– এই দুই তারকার রহস্যে মাখা প্রেমকাহিনী নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। কেন তাঁদের প্রেম হয়েও হল না তা নিয়ে প্রশ্ন সেই কতদিনের। ১৯৮১ সালে ‘সিলসিলা’র পর থেকে আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। আজ এত বছর কেটে গেলেও তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। নিজেদের প্রেমের কথা এ যাবৎ কখনও স্বীকার করেননি অমিতাভ। রেখা চুপ থাকলেও ২০০৪ সালে সব হিসেব ঘেঁটে গিয়েছিল। মন-প্রাণ খুলে সিমি গারেওয়ালের টক শো-য়ে রেখা যা বলেছিলেন, তা চমকে দিয়েছিল তামাম বিশ্বকে। শোনা যায়, বচ্চন পরিবারের অন্দরেও এই কথা নিয়ে উঠেছিল ঝড়। সেদিন কী বলেছিলেন রেখা?
সিমি সরাসরি রেখার কাছে রেখেছিলেন এক প্রশ্ন। রাখঢাক না করেই জিজ্ঞাসা করেছিলেন, “তুমি কি অমিতাভকে ভালবাস?” রেখা বলেছিলেন, “এটা একটা বোকা বোকা প্রশ্ন। অবশ্যই ভালবাসি। এখনও পর্যন্ত এমনও একজন মানুষকে পেলাম না যিনি মন থেকে, তীব্র ভাবে, মরিয়া হয়ে, আশাহীন হয়ে ওকে ভাল না বেসে থাকতে পারবেন। তাহলে আমি আলাদা কেন হব? কেন মানব না যে আমি ওকে ভালবাসি না? হ্যাঁ বাসি, খুব ভালবাসি। এই দুনিয়ার সব ভালবাসা যোগ করে তাতে আরও কিছু ভালবাসা যোগ করে দিন, যা দাঁড়ায় ততটাই ভালবাসি ওকে।”
রেখার ওই মন্তব্যের পর ঝড় উঠেছিল বলিউডে। যদিও সেই ঝড়ের বহিঃপ্রকাশ ছিল নেহাতই চাপা। কাপুর পরিবারের কেউই এই নিয়ে মন্তব্য করেননি। কিছু কিছু জিনিস যে অন্তরালেই থাকা ভাল– এমনটাই কি অনুধাবন করতে পেরেছিলেন ওঁরা? এত বছর কেটে গিয়েছে, আজও কথা নেই ওঁদের। অনুষ্ঠানে এড়িয়ে যান একে অপরকে। আর প্রেম? রাতের তারার মতো তাও কি লুকিয়ে আছে ‘দিনের আলোর গভীরে’?