AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: প্রকাশ্যে পরিচালককে তুলোধনা প্রযোজকের, ‘হাওয়া খারাপ’ দেখেই পাল্টি খেলেন পরিচালক!

Tollywood: আরজি কর কাণ্ড নিয়ে সরব গোটা টলিউড। প্রতি মুহূর্তে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে চলেছেন নায়ক নায়িকা থেকে পরিচালকেরা। এ দিকে এর মধ্যেই একের পর এক পরিচালকদের নামে হেনস্থার অভিযোগ উঠে আসছে। এক দিন আগের কথা টলিপাড়ার এমনই এক পরিচালককে সমাজমাধ্যমের পাতায় একহাত নিয়েছিলেন টলিউডেরই এক আলোচিত প্রযোজক।

Tollywood Gossip: প্রকাশ্যে পরিচালককে তুলোধনা প্রযোজকের, 'হাওয়া খারাপ' দেখেই পাল্টি খেলেন পরিচালক!
| Edited By: | Updated on: Aug 22, 2024 | 4:08 PM
Share

আরজি কর কাণ্ড নিয়ে সরব গোটা টলিউড। প্রতি মুহূর্তে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে চলেছেন নায়ক নায়িকা থেকে পরিচালকেরা। এ দিকে এর মধ্যেই একের পর এক পরিচালকদের নামে হেনস্থার অভিযোগ উঠে আসছে। এক দিন আগের কথা টলিপাড়ার এমনই এক পরিচালককে সমাজমাধ্যমের পাতায় একহাত নিয়েছিলেন টলিউডেরই এক আলোচিত প্রযোজক। তা নিয়েও অনেক অনেক ধরনের মন্তব্যও করেছিলেন।

তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের সমাজমাধ্যমের পাতা থেকে সেই পোস্টটি মুছে দেন প্রযোজক। তার পর অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে তো আবার অনেকে প্রশ্ন করেছেন যে গত কয়েক বছর ধরে এমন অনেক কাণ্ডই ঘটতে থাকে। কিন্তু প্রকাশ্যে কারও কিছু বলার সাহস নেই। প্রযোজকই বা পোস্টটি মুছলেন কেন, তা নিয়েও আলোচনা চলেছে।

তবে ইন্ডাস্ট্রির অন্দর বলছে অন্য কথা। শোনা যাচ্ছে প্রকাশ্য়ে এই পোস্ট দেখার পর পরিচালক নাকি সেই মেয়েটির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এমনকি সেই পরিচালক নাকি প্রযোজকের সঙ্গে কথাও বলে নিয়েছেন তাই এই নিয়ে আর কোনও আলোচনা হোক তাঁরা কেউই চান না। তবে এই প্রথম নয় গত দুদিনে এমন একাধিক ঘটনার কথা উঠে এসেছে।

শোনা গিয়েছে টলিপাড়ার কোনও এক অভিনেত্রী এক পরিচালকের বিরুদ্ধে মহিলা কমিশনের দ্বারস্থও হয়েছিলেন। আবার সিরিয়াল পাড়ার আর এক পরিচালককে নিয়েও নিন্দার ঝড়। কিন্তু প্রত্যেকেরই মুখে কুলুপ। কেউ প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি নয়। অন্য দিকে আরজি কর কাণ্ডে প্রভাব পড়েছে সর্বত্র। এক দিকে যেমন এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সবাই সেই সঙ্গে টলিউডের বিভিন্ন অনুষ্ঠান বাতিলও হয়েছে