‘রানি রাসমণী’র পাশাপাশি করোনার হানা ‘কী করে বলব তোমায়’-এর সেটেও

Apr 29, 2021 | 3:38 PM

এ ব্যাপারে TV9 Bangla-র তরফে মানসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বেশ কিছু দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ইতিমধ্যেই দশ দিন পার হয়ে গিয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে পুনরায় কোভিড পরীক্ষা করাবেন তিনি। যদি রিপোর্ট নেগেটিভ আসে তবে শুটিংয়ে যোগ দেবেন মানসী।

রানি রাসমণীর পাশাপাশি করোনার হানা কী করে বলব তোমায়-এর সেটেও
কী করে বলব তোমায় ধারাবাহিকের একটি দৃশ্য। মানসী সেনগুপ্ত (সামনে) এবং স্বস্তিকা দত্ত (পিছনে)।

Follow Us

টলিউড জুড়ে করোনার বাড়বাড়ন্ত। বুধবারই জানা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন ‘রানী রাসমণী’ দিতিপ্রিয়া। এ বার খবর করোনায় আক্রান্ত সংশ্লিষ্ট চ্যানেলের আরও এক ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর অন্যতম প্রধান চরিত্র মানসী সেনগুপ্ত ওরফে পায়েল সেনও।

এ ব্যাপারে TV9 Bangla-র তরফে মানসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বেশ কিছু দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ইতিমধ্যেই দশ দিন পার হয়ে গিয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে পুনরায় কোভিড পরীক্ষা করাবেন তিনি। যদি রিপোর্ট নেগেটিভ আসে তবে শুটিংয়ে যোগ দেবেন মানসী।

মানসীর কথায়, “হঠাৎ একদিন খুব কোমরে ব্যথা শুরু হয়। উঠে দাঁড়াতে পারছিলাম না। খুব উইকনেস ছিল। এর মধ্যে অভিজিতেরও (মানসীর স্বামী) পজেটিভ আসে। এর পরেই আমি টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে।” যদিও আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। কিন্তু খাওয়া দাওয়ার ইচ্ছে নেই বলেই জানিয়েছেন।

আরও পড়ুন‘এমনিতে স্টেবল রয়েছি, তবে মারাত্মক দুর্বল’, সপরিবারে করোনা আক্রান্ত দিতিপ্রিয়া


অন্যদিকে দিতিপ্রিয়ার গোটা পরিবারও করোনায় আক্রান্ত। যদিও তাঁরা ‘স্টেবল’ বলেই জানিয়েছেন দিতিপ্রিয়া। গোটা দেশে লাগাম ছাড়া করোনা সংক্রমণ। বাদ যাচ্ছেন না অভিনেতারাও। বলিউডে গত মাসেই করোনায় একের পর এক অভিনেতাকে কাবু হতে দেখা গিয়েছে। এ বার টলিউডেও একই চিত্র।

ভরত কল থেকে শুরু করে, শ্রুতি দাস, চৈতি ঘোষাল, অনামিকা সাহা, কৌশিক গঙ্গোপাধ্যায়– সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। শুটিং কি বন্ধ হবে? উঠছে সে প্রশ্নও। একই সঙ্গে শুটিং বন্ধ রাখলে দৈনিক মজুরির ভিত্তিতে যে সব টেকনিশিয়ানরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাঁদের পেট চালানো নিয়েও উঠছে প্রশ্ন। এ ব্যাপারে বৃহস্পতিবার ফেডারেশনের তরফে নিজেদের মধ্যে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানেই শুটিং বন্ধ রাখা বা না রাখা নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। যদিও ওই বৈঠকে আর্টিস্ট ফোরাম, ইম্পা অথবা প্রোডিউসারস গিল্ডের কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি বলেই খবর।

Next Article