
মহিলাদের সিঁথিতে সিঁদুর পরা নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেতা ঋষি কৌশিক। প্রসঙ্গগত, বিগত কয়েকদিন ধরে অভিনেতার ব্যক্তিজীবন নিয়ে কাটাছেঁড়া চলছে। শোনা যাচ্ছে, স্ত্রী দেবযানী চক্রবর্তীর সঙ্গে নাকি সম্পর্কটা একেবারেই ভাল নেই ঋষির। তাঁরা নাকি আলাদাও থাকছেন। এমনই এক পরিস্থিতিতে মহিলাদের সিঁথিতে সিঁদুর পরা নিয়ে নিজস্ব যুক্তি ব্যক্ত করেছেন ঋষি। পোস্টে কী লিখেছেন অভিনেতা?
এক মহিলার সিঁথি ভর্তি সিঁদুরের ছবি পোস্ট করে ঋষি লিখেছেন, “কে কীভাবে চলবে, এটা যাঁর-যাঁর ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কিন্তু একজন পুরুষ যদি তাঁর স্ত্রীকে সিঁদুর পরতে বলেন আর এই কারণে পুরুষটিকে যদি বলা হয় তিনি এখনও আধুনিক হতে শেখেননি। তা হলে আমাদের যে সকল মা-বোনেরা ভক্তিভরে সিঁদুর পরে, তাঁরা কি আধুনিক নন?”
কেন এমন একটি পোস্ট করেছেন, তা নিয়ে আর কোনও বাড়তি ব্যাখ্যা পোস্টটিতে দেননি ঋষি। তবে তাঁর এই পোস্টের কমেন্ট বক্সে ভূরি-ভূরি মন্তব্য করেছেন নেটিজ়েনরা। চলুন দেখা যাক মহিলারা এ বিষয়ে কী লিখেছে:
একজন মহিলা লিখেছেন, “এটা যার-যার ব্যক্তিগত অভিমত। আধুনিকতার সঙ্গে সিঁদুর পরার কোনও যোগ নেই। নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখা প্রয়োজন।” এক মহিলার মন্তব্য, “চিন্তাভাবনা ভাল। বেশ ভাল। তবে একজনের চিন্তাভাবনা আর-একজনের সঙ্গে নাও মিলতে পারে। কিন্তু তার জন্য কাউকে অসম্মান না করাই ভাল…।”
এক মহিলা আবার ঋষির উদ্দেশে সরাসরি লিখেছেন, “এসব বাদ দিয়ে কাজে মন দিন। দিনের শেষে আপনাকে নিজেকে ভাল রাখতে হবে। ভাল থাকতে হবে এবং দর্শকের মনে জায়গা তৈরি করে নিতে হবে। সম্পর্ক ঠিকঠাক যাচ্ছে না, তাই ডিভোর্স নিয়ে ভাল থাকুন।” একজন লিখেছেন, “দেখুন কে কীভাবে লাইফ লিড করবে, সেটা তাঁর সম্পূর্ণ নিজের বিষয়! কিন্তু স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খল নয়! ভালবাসা থেকেও মানুষ এসব করতে পারে।”