সোহম চক্রবর্তী। ঈশ্বরে তিনি বেশ বিশ্বাসী। মাঝে মধ্যেই মন্দিরে তাঁকে পুজো দিতে দেখা যায়। তবে সেই সোহম চক্রবর্তীর সঙ্গে একবার কী ঘটে জানেন? তিনি একবার স্বপ্নে দেখেছিলেন মা কালীকে। তবে মায়ের যে মূর্তি দেখেছিলেন, তা ঠিক কোথাকার, তা তিনি বুঝে উঠতে পারেননি। টানা পাঁচ বছর পর তিনি স্বপ্নে দেখা মাকে খুঁজে পান। শ্যামসুন্দরী মা। সেখানেই গিয়ে পুজো দিয়ে বেশ শান্তি ও স্বস্তি পেয়েছেন অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে সোহমকে এই নিয়ে কথা বলতে শোনা যায়। মন্দিরের পুজারীকে তিনি নাকি সবটাই জানিয়েছিলেন।
রিয়া মল্লিক নামে একজনের প্রফাইল থেকে শেয়ার হয় এই ভিডিয়ো। যেখানে মন্দিরে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়ে যায় সোহম চক্রবর্তীর। পুজারীর তাঁকে বলেন, ‘২০১৯ সালে স্বন্পে অভিনেতা মাকে দেখেছেন। মা তাঁর কাছে খাবার চাইছেন। উনি মায়ের মুখ খুব ভাল করে দেখতে থাকেন, এমন মুখ তিনি কোথাও দেখেননি। এরপর তিনি এখানে এসে দেখেন, যে মাকে তিনি স্বপ্নে দেখেছিলেন, সেই মা এখানে দাঁড়িয়ে রয়েছেন। সোহম বলেন, আজ আমার মনের স্বপ্ন পূরণ হয়েছে। যে মাকে দেখেছেন তিনি, সেই মাকেই এখানে পেলেন।’
পাশাপাশি সোহমকেও বলতে শোনা যায়, ‘মা ডেকেছেন তাই আসতে পেরেছি। এটাই আমার জন্য বড় প্রাপ্তী। মাঝে মধ্যে সব সময় চেষ্টা করব আসার’। নিজে হাতে মালা পরিয়ে দিলেন পুজোও। জানিয়েছেন, যখনই তিনি সময় পাবেন দর্শন করে যাবেন। পাঁচ বছরের অপেক্ষার অবসান।