
অভিনেতা ভিকি দেব অভিনয়ের সফর শুরু করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নায়ক হিসেবে। এরপর বেশকিছু বাংলা সিনেমা থেকে ধারাবাহিকে কাজ করেছেন অভিনেতা। মাঝে কিছুটা বিরতি। তারপর হঠাৎই পারি দেন বিদেশে। ডেস্টিনেশন– ব্রিটেনে। সেখানেই বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে এবার শুরু করছেন নতুন ব্যবসা। এতদিন মানুষের মন জয় করতেন অভিনয় দিয়ে, এবার তিনি খাবার আর চায়ের স্বাদে মন ভরাবেন সকলের। সুদূর ব্রিটেন থেকেই ফোনে TV9 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন, সখ থেকেই অভিনয়ে আসা। এরপর বেশকিছু বছর মন দিয়েই অভিনয় করেছেন, তবে এবার প্রবাসে তিনি শুরু করছেন ক্যাফে, যেখানে ভারতীয় স্বাদের চা ও জলখাবারের ডালি সাজিয়ে নজর কাড়তে চান। তবে কি অভিনয় থেকে বিদায় নিচ্ছেন তিনি? উত্তরে বলেন, ভালো সুযোগ থাকলে অবশ্যই অভিনয় করবেন, তবে আপাতত প্রধান লক্ষ্য তাঁর নতুন ক্যাফে ‘চায় সায় কিং’।
বাংলা সিনেমা থেকে ধারাবাহিকের বহু পরিচালক ও অভিনেতাদের দেখা যায় শুধু অভিনয়ের উপর আর অনেকেই নির্ভর করে থাকতে চাইছেন না। কারণ হিসেবে উঠে আসছে নানা বিষয়। প্রথমেই বলতে হয়, সঠিক পারিশ্রমিক না পাওয়া বা কাজের অভাব। এক্ষেত্রে অবশ্যই অভিনেতা হিসেবে বেশ কিছু কাজ করে ফেললেও ভিকি দেব পড়াশোনা করে বিদেশে বাঙালি হিসেবে ব্যবসাকে বেছে নিলেন। তবে অভিনয়ের সঙ্গে তিনি আড়ি করেননি। প্রথম বার বড়পর্দায় তিনি দর্শকদের সামনে এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নায়ক হিসেবে। যদিও বক্স অফিসে সেইভাবে পসার জমাতে পারেনি ‘দৃশ্যান্তর’ ছবিটি। এরপর তিনি বেশ কিছু ধারাবাহিকে প্রধান চরিত্রে কাজ করেছেন। এর মধ্যে কয়েকটি দর্শকদের পছন্দের তালিকায় ছিল। যেমন, ‘দ্বিরাগমন’, ‘জাহানারা’, ‘দেবী’। এছাড়াও বাংলা সিনেমায় তাঁকে দেখা গিয়েছে ‘সেন্টিমেনাটাল’, ‘বৌদি ডট কম’, ‘নষ্ট পুরুষ’ প্রভৃতি ছবিতে।
তবে ভাবার বিষয়, বাংলা ছবির অভিনেতারা হাতে গোনা কয়েকজন ছাড়া সেইভাবে টলিপাড়ায় বাংলা বিনোদনের উপর নির্ভরশীল থাকতে পাচ্ছে না। সেখানে থেকে দাঁড়িয়ে ধারাবাহিকের পরিচালক থেকে অভিনেতারা ফুটপাত থেকে ফ্র্যানচাইজি ব্যবসায় মন দিচ্ছেন। ভিকি দেবের ক্ষেত্রে বিষয়টা হল ব্রিটেনের রাজ পথে ক্যাফে খুলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে বিদেশীদের বাংলা স্টাইলে চা খাওয়াবেন। এখন দেখার, বাংলা সিনেপাড়া আবারও তাঁকে পর্দায় ফিরিয়ে আনে কি না!