AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি স্বাচ্ছন্দ্য নই’,স্বামীকে কেন লুকিয়ে রাখতে চান ৭ মাসের অন্ত্বঃসত্ত্বা মানসী?

Manosi Sengupta: টলিপাড়ার দুঁদে খলনায়িকা অভিনেত্রী মানসী সেনগুপ্ত। 'নিমফুলের মধু'র মৌমিতার ছলকলা দেখে অনেকেই তাঁর প্রতি বিরক্ত। তবে বাস্তবে সিরিয়াল পাড়ার সবারই খুব প্রিয়। বর্তমানে ভাইরাল হয়েছে খলনায়িকার সাত মাসের সাধের ভিডিয়ো।

'আমি স্বাচ্ছন্দ্য নই',স্বামীকে কেন লুকিয়ে রাখতে চান ৭ মাসের অন্ত্বঃসত্ত্বা মানসী?
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 7:10 PM
Share

টলিপাড়ার দুঁদে খলনায়িকা অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ‘নিমফুলের মধু’র মৌমিতার ছলকলা দেখে অনেকেই তাঁর প্রতি বিরক্ত। তবে বাস্তবে সিরিয়াল পাড়ার সবারই খুব প্রিয়। বর্তমানে ভাইরাল হয়েছে খলনায়িকার সাত মাসের সাধের ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে সোনার গয়নায় সেজেছেন মানসী। পরনে লালপাড় সাদা শাড়ি।

সেই সঙ্গে মানানসই সোনার গয়নায় সেজেছেন অভিনেত্রী। আর তাঁকে চারিদিকে ঘিরে বান্ধবীরা। শহরের একটি নামী রেস্তরাঁয় আয়োজন করা হয়েছিল মানসীর সাধের অনুষ্ঠান। নেটপাড়ায় সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল খুব কম সময়ের মধ্যে। সেই সব ছবিতে অনেকেই মন্তব্য করেছেন, “আপনার বর কই?” আবার একজন লিখেছেন, “আপনার শ্বশুরবাড়ির কাউকে কেন দেখা গেল না?”

এই প্রশ্ন নিয়েই TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল মানসীর সঙ্গে। তিনি বলেন,”আমার শ্বশুরবাড়িতে কেউ নেউ। শ্বশুর-শাশুড়ি অনেক দিন হল মারা গিয়েছেন। লোকজন বলতে আর কেউ নেই। আমার স্বামীকেও ডাকিনি। বাড়িতে যে দিন সাধের অনুষ্ঠান হবে সেদিন সবাই থাকবে। আর আমার বর ক্যামেরার সামনে আসতেও চায় না। ও লজ্জা পায়। আর একটা কথা বলতে আমার কোনও আপত্তি নেই আমাদের ভাল সম্পর্ক ছিল না। আমাদের একটা মেয়ে আছে। তাই ওর জন্য সব ঠিক করে নিয়েছি। তাই ফেসবুকেও ওর ছবি দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই দিই না। তবে এখন আমাদের মধ্যে কোনও সমস্যা নেই।” উল্লেখ্য, আর দু’মাস পরেই আসবে নতুন অতিথি। সেই অপেক্ষাতেই দিন গুনছেন অভিনেত্রী।