সম্প্রতি পুত্র ইউভানকে ছেড়ে থাকছেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্বামী পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। সেই আভাস পাওয়া গিয়েছে শুভশ্রীর ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, ইউভান রেলিং ধরে দাঁড়িয়ে আছে একা। পিছন থেকে তোলা হয় তার ছবিটি। ছবি দেখে বোঝা যাচ্ছে, ইউভান তাকিয়ে আছে আকাশের দিকে। মন বিষণ্ণ করার মতোই ছবি। এই ছবি শেয়ার করে শুভশ্রী জানিয়েছেন, তিনি তাঁর পুত্রকে খুবই মিস করছেন। রাজ চক্রবর্তীও একই কথা লিখেছেন কমেন্ট বক্সে।
এই ছবি পোস্ট হওয়ার পরেই ট্রোল্ড হতে শুরু করেছেন শুভশ্রী। ছেলের কাছে তাঁরা কেন নেই, কেন তাকে ফেলে রেখে বাইরে গিয়েছেন দু’জনে। একজন তো লিখেওছেন, “কী করে যে আপনি পারেন এত ছোট বাচ্চাকে ছেড়ে চলে যেতে?” কাজে না বেড়াতে, ঠিক কোন কারণে ইউভানকে ছেড়ে থাকতে হচ্ছে রাজ- শুভশ্রীকে তা অবশ্য অভিনেত্রী জানাননি তাঁর পোস্টে। তবে এই নিয়ে চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে।
কিছুদিন আগেই সুখবর দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। ২০২০ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান পুত্র ইউভানের। ২০২৩ সালে জন্ম হয় শুভশ্রী-রাজের দ্বিতীয় সন্তান কন্যা ইয়ালিনির। দুই সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন তারকা জুটি। কাজের মধ্যেও সময় বের করে নিচ্ছেন তাঁদের জন্য। কিন্তু ট্রোলের মুখ থেকে কিছুতেই বাঁচতে পারছেন না শুভশ্রী কিংবা রাজ।