KIFF 2023: পরমব্রত নন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে এবার চূর্ণী

Parambrata-Churni: অভিনেত্রী জুন মালিয়ার সঙ্গে অভিনেত্রী চূর্নী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে সঞ্চালনার দায়িত্বে। চূর্নী গঙ্গোপাধ্যায়ের হিন্দি ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' বক্স অফিসে সুপারহিট। এই ছবিতে আলিয়া ভাটের মায়ের চরিত্রে দেখা গেছে চূর্নীকে। প্যান ইন্ডিয়াতে চূর্নীর পরিচিতি বেড়েছে।

KIFF 2023: পরমব্রত নন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে এবার চূর্ণী
পরমব্রত এবং চূর্ণী।

| Edited By: Sneha Sengupta

Nov 29, 2023 | 8:26 AM

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। নন্দন-সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহগুলিকে সাজানোর কাজ প্রায় শেষ। টলিপাড়ার বিভিন্ন কলাকুশলীরা ব্যস্ত ছবি বাছাই ও অন্যান্য কাজ নিয়ে। ইতিমধ্যেই উৎসবের অভ্যর্থনা কমিটির দায়িত্ব বর্তিয়েছে স্বয়ং ইন্ডাস্ট্রির উপর। অর্থাৎ, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খবর, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হবে মহানায়ক উত্তম কুমারের ক্লাসিক ছবি দেখানোর মাধ্যমে। দেশ-বিদেশের বহু প্রখ্যাত সিনে ইন্ডাস্ট্রির তারকারা হাজির হবেন এই ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং সেরিমনিতে। প্রতিবারই এই অনুষ্ঠানের অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে থাকেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী জুন মালিয়া। যিশু সেনগুপ্তকেও এই দায়িত্বে দেখা গিয়েছিল অতীতে। তবে এই বছর পরমব্রত চট্টোপাধ্যায় উৎসবের শুভ সূচনাতে শহরে থাকছেন না। তাই এই বছর টলিউডের আর এক প্রতিভাবান অভিনেত্রীকে এই দায়িত্বে দেখা যাবে। অর্থাৎ, অভিনেত্রী জুন মালিয়ার সঙ্গে অভিনেত্রী চূর্নী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে সঞ্চালনার দায়িত্বে। চূর্নী গঙ্গোপাধ্যায়ের হিন্দি ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে সুপারহিট। এই ছবিতে আলিয়া ভাটের মায়ের চরিত্রে দেখা গেছে চূর্নীকে। প্যান ইন্ডিয়াতে চূর্নীর পরিচিতি বেড়েছে।

এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের বহু সুপারস্টারের উপস্থিতির কথা শোনা যাচ্ছে। যেমন শাহরুখ খান, সলমন খান, সোনাক্ষী সিংহ, জয়া বচ্চন, অনিল কাপুর। থাকবেন সুধীর মিশ্র, মনিরত্নম, অনুরাগ বসুর মতো বিখ্যাতরা। এই বছর ফোকাস কান্ট্রি হওয়ার কথা স্পেন এবং অস্ট্রেলিয়ার। সপ্তাহব্যাপী এই চলচ্চিত্র উৎসবে পরিচালক মৃণাল সেন ও দেব আনন্দকে উৎসর্গ করে ছবির প্রদর্শনী হবে।

এছাড়াও, ইফির মতো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমার পাশাপাশি ওটিটিকে সংযোজন করা হবে কি না, সেটাও দেখার। ২৯ নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে অনেকটাই পরিষ্কার বিষয়টা, আশা করা যায় তেমনই।