Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লেখাপড়া শেষ করতে ফের লাল-সাদা স্কুল ইউনিফর্ম পরে স্কুলে শ্রীলেখা

Sreelekha Mitra: পরনে লাল-সাদা চেক স্কার্ট। সাদা টি-শার্ট এবং উপরে লাল সোয়েটার। পরেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবং তিনি স্কুলে যেতেও শুরু করে দিয়েছেন। সম্প্রতি এই ছবি নেটমহলে ভয়ানক ভাইরাল হয়েছে এবং ছবিটি শেয়ার করেছেন খোদ শ্রীলেখাই। তবে যাই বলুন না কেন, ৫০ বছর বয়সে ফের স্কুলে গিয়ে কিন্তু দারুণ খুশি হয়েছেন শ্রীলেখা। সেই আনন্দ বলে দিচ্ছে তাঁর হাসি মাখা মুখটাই। কোন স্কুলে ভর্তি হলেন তিনি?

লেখাপড়া শেষ করতে ফের লাল-সাদা স্কুল ইউনিফর্ম পরে স্কুলে শ্রীলেখা
শ্রীলেখা মিত্র।
Follow Us:
| Updated on: Dec 24, 2023 | 8:30 AM

পরনে লাল-সাদা চেক স্কার্ট। সাদা টি-শার্ট এবং উপরে লাল সোয়েটার। পরেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবং তিনি স্কুলে যেতেও শুরু করে দিয়েছেন। সম্প্রতি এই ছবি নেটমহলে ভয়ানক ভাইরাল হয়েছে এবং ছবিটি শেয়ার করেছেন খোদ শ্রীলেখাই। তবে যাই বলুন না কেন, ৫০ বছর বয়সে ফের স্কুলে গিয়ে কিন্তু দারুণ খুশি হয়েছেন শ্রীলেখা। সেই আনন্দ বলে দিচ্ছে তাঁর হাসি মাখা মুখটাই। কোন স্কুলে ভর্তি হলেন তিনি?

দমদমের মেয়ে শ্রীলেখা। উত্তর কলকাতার ছাপ আছে তাঁর আচার-ব্যবহারে। দক্ষিণ কলকাতায় এসেছিলেন বিয়ের পর। খানিক পাল্টেছেন জায়গা অনুযায়ী। কিন্তু উত্তুরে ভাব ছাড়তে পারেননি কিছুতেই। এখনও খুব ঘরোয়া শ্রীলেখা এবং মনটা তাঁর মাটির মতোই নরম। সেই উত্তর কলকাতারই একটি কনভেন্ট স্কুলে ছোট থেকে পড়েছেন। স্কুলের নাম অগজ়িলিয়াম কনভেন্ট। সেখানেই ফের গিয়েছিলেন শ্রীলেখা।

তা হলে কি সত্য়িই স্কুলে ভর্তি হলেন অভিনেত্রী? একেবারেই না। লেখাপড়ায় মেধাবী শ্রীলেখা অনেক আগেই পড়াশোনা শেষ করেছেন। স্নাতক হয়েছেন। তিনি তাঁর পুরনো স্কুলে গিয়েছিলেন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে। বাতাসে হিমেল হাওয়া যখন প্রবাহিত, সেই ডিসেম্বরেই প্রত্যেক বছর প্রাক্তনীরা আসেন। দেখা-সাক্ষাৎ করেন একে-অপরের সঙ্গে, তারপর ভাল সময় কাটিয়ে যে যার বাড়ি ফিরে যান। সেই ফেলে আসা দিনগুলোকে আরও একবার ছুঁয়ে দেখার জন্য শ্রীলেখাও গিয়েছিলেন সেই ক্লাসরুমে। স্কুলের বন্ধুদের সঙ্গে দারুণ ভাল সময়ও কাটিয়েছেন তিনি।

তবে যতই যাই হোক না কেন, স্কুল ড্রেস পরা শ্রীলেখাকে দেখে কিন্তু বোঝার উপায় নেই ৩০-৩৫ বছর আগে তিনি স্কুলের গণ্ডি টপকেছেন। এত ইয়ং। এখনও স্কুলের ‘মিষ্টি ষোড়শী’ পড়ুয়ার মতোই হাবভাব।