Aparajita Addy: লক্ষ্মী পুজোয় চেনা লুকে লক্ষ্মী কাকিমা, সকাল থেকে পুজোর আয়োজনে ব্যস্ত অপরাজিতা আঢ্য

Laxmi Puja: সকাল থেকেই বাড়িতে চলে ভোগ রান্নার পর্ব, পুজোর আয়োজন। সিংহাসনে সাজিয়ে রাখেন মাতৃপ্রতিমা। বাড়িতে তৈরি মাতৃপ্রতিমার প্রশংসাও করেন ভক্তরা।

Aparajita Addy: লক্ষ্মী পুজোয় চেনা লুকে লক্ষ্মী কাকিমা, সকাল থেকে পুজোর আয়োজনে ব্যস্ত অপরাজিতা আঢ্য
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2022 | 4:16 PM

অপরাজিতা আঢ্য, টিভির পর্দা থেকে শুরু করে বড় পর্দায় দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। বর্তমানে তাঁর দর্শকদরে ড্রইং রুমে নিত্য আসা যাওয়া। লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকের দৌলতে তিনি এখন লক্ষ্মী কাকিমাই হয়ে উঠেছেন দর্শকদের কাছে। আর সেই লক্ষ্মী কাকিকা একদিকে যেমন পর্দার সামনে সংসার সামলাচ্ছেন একা হাতে, এবার পর্দার পিছনের ছবিটাও দেখে নেওয়ার পালা। পরিবারের সমস্ত কাজ তিনি নিজেই সামলে থাকেন। আর উৎসব যদি হয় লক্ষ্মী পুজো তবে তাঁকে পায় কে! সারাদিনের ব্যস্ততা তুঙ্গে। আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। এবার হাতে বানানো লক্ষ্মী প্রতিমা পুজো করলেন তিনি। শনিবার রাতেই লক্ষ্মী প্রতিমার দর্শন করার তিনি ভক্তদের।

সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণ সক্রিয়। তাই প্রতিটা পোষ্টই তিনি ভক্তদের জন্য শেয়ার করে থাকেন। সেখান থেকেই এবার অপরাজিতা আঢ্যর প্রতিমা দর্শন করা। সকাল থেকেই বাড়িতে চলে ভোগ রান্নার পর্ব, পুজোর আয়োজন। সিংহাসনে সাজিয়ে রাখেন মাতৃপ্রতিমা। বাড়িতে তৈরি মাতৃপ্রতিমার প্রশংসাও করেন ভক্তরা। লক্ষ্মী হাতে লক্ষ্মী কাকিমা। বর্তমানে জি বাংলার এই ধারাবাহিকে দুর্গা পুজোর সিক্যুয়েন্স সবে মাত্র মিটল।

ধারাবাহিকে তিনি লক্ষ্মী, রয়েছে তার একজন হংসীও। বাস্তবেও লক্ষ্মী কাকিমা অর্থাৎ অরাজিতা আঢ্য মা লক্ষ্মীর ভীষণ ভক্ত। প্রতিবছর তাই এই বিশেষ দিনটায় তিনি লাইট ক্যামেরা অ্যাকশন থেকে ছুটি নিয়ে থাকেন। এবারও সেটে নয়, বাড়িতেই আয়োজন ও পুজোয় ব্যস্ত তিনি। এদিন টলিপাড়ার বহুস্টারেরা  ব্যস্ত থাকেন লক্ষ্মী পুজোয়। বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পুজোর আয়োজন, অপরাজিতা আঢ্য গুছিয়ে করে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না।