গান, নাচে জমে গেল অপরাজিতার দোলের সেলিব্রেশন

বসন্তের গানের তালিকার প্রথম দিকেই থাকে ‘ওরে গৃহবাসী’। অপরাজিতা সেই গানে মেতে উঠলেন এদিন। পাশাপাশি ‘বলম পিচকারি’র তালে নাচ।

গান, নাচে জমে গেল অপরাজিতার দোলের সেলিব্রেশন
দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Mar 28, 2021 | 5:54 PM

কমলা-রানির কম্বিনেশনে শাড়ি। গলায় গাঁদা ফুলের মালা। দোলের দিন ঠিক এই সাজেই ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী (Actress) অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। গান, নাচ, অভিনয়- সবেতেই পারদর্শী তিনি। দোলের পারফরম্যান্সে ধরা পড়ল সে সবই।

বসন্তের গানের তালিকার প্রথম দিকেই থাকে ‘ওরে গৃহবাসী’। অপরাজিতা সেই গানে মেতে উঠলেন এদিন। পাশাপাশি ‘বলম পিচকারি’র তালে নাচ। সঙ্গ দিলেন তাঁর নাচের স্কুলের ছাত্রীরা। করোনার আবহে বাড়ি থেকে বেরনোর প্রশ্ন নেই। তাই বাড়ির ছাদে প্রিয়জনেদের নিয়ে সেলিব্রেট করলেন অভিনেত্রী। সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন সেলিব্রেশনের ছবি এবং ভিডিয়ো। সেখানেই শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুরাগী।

অপরাজিতার মা গুরুতর অসুস্থ। দিন কয়েক আগে ৪৩ বছরে পা দিলেন অভিনেত্রী। তখনই জানিয়েছিলেন, মায়ের অসুস্থতার খবর। তিনি না খাইয়ে দিলে, খাওয়া হয় না মায়ের। কার্যত মায়ের দেখভালের দায়িত্ব নিজেই করছেন। কাজের পরে বাকি সময়টা এখন মায়ের জন্য। তার মধ্যে দোলের দিন ছাত্রীদের সঙ্গে সেলিব্রেশনে মেতে উঠলেন তিনি।

মৈনাক ভৌমিক পরিচালিত ‘চিনি’ বড়পর্দায় অপরাজিতার শেষ কাজ। মধুমিতা সরকারের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় বহুল প্রশংসিত হয়েছে দর্শক মহলে। কেরিয়ারের এই পর্যায়ে এসে অনেক বেছে কাজ করছেন তিনি। সামনেই বড় কাজের খবর দেবেন বলে জানালেন।

আরও পড়ুন, রঙে রঙিন আদির দোল, সঙ্গী মা সুদীপা চট্টোপাধ্যায়