Aparajita Adhyay: পর্দায় তিনিই ‘লক্ষ্মী’, বাড়িতেও করেন ‘কোজাগরী’র আরাধনা; ব্যক্তি জীবনে কতখানি ‘মানিয়ে চলেন’ অপরাজিতা, জানালেন শাশুড়িমা
Lakshmi Puja: সাম্প্রতিককালে অপরাজিতা আঢ্য অভিনীত দুটি ধারাবাবিক 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' এবং 'জল থৈ থৈ ভালবাসা'কে ঘিরে দর্শক মনে উচ্ছ্বাস তুঙ্গে। এবং কী আশ্বর্যের বিষয়, দুটি ধারাবাহিকেই মা লক্ষ্মীর নামে অপরাজিতার নামকরণ। 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' ধারাবাহিকে তিনি 'লক্ষ্মী' দাস এবং 'জল জল থৈ থৈ ভালবাসা' ধারাবাহিকে তিনি 'কোজাগরী' বসু। বিষয়টি কাকতালীয় নাকি অপরাজিতা বলেই দুটি চরিত্রের এই নামকরণ, তাঁর সঙ্গে কথা বলে জানল TV9 বাংলা।
স্নেহা সেনগুপ্ত
আজ (শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩) কোজাগরী লক্ষ্মী পুজো। বাংলার ঘরে-ঘরে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে আনবেন তাঁর ভক্তরা। প্রতিবারের মতো এবারও ঘটা করে লক্ষ্মীপুজো পালিত হবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়িতে। অন্যান্যবারের মতো এবারও কোনও প্রাসঙ্গিক থিমে মা লক্ষ্মীকে সাজাবেন তিনি (যে বছর ‘পদ্মাবত’ ছবিটি মুক্তি পেয়েছিল, রানি পদ্মাবতীর সাজে মা লক্ষ্মীকে সাজিয়েছিলেন অপরাজিতা)। তা দেখতে বেলা ১২টা থেকে ২টোর মধ্যে অপরাজিতার বাড়িতে ভিড় করবেন তাঁর সংবাদমাধ্যমের বন্ধুরা। শাশুড়িমায়ের বয়স হয়েছে, তাই এবারের পুজোটা খুব তাড়াতাড়ি শেষ করবেন অপরাজিতা। করোনাকালে নভেল করোনার কামড় খেয়েও অসুস্থ শরীরে মায়ের পুজো করেছিলেন ইন্ডাস্ট্রির ‘লক্ষ্মীকাকিমা’। সাম্প্রতিককালে তাঁর অভিনীত দুটি ধারাবাবিক ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ এবং ‘জল থৈ থৈ ভালবাসা’কে ঘিরে দর্শক মনে উচ্ছ্বাস তুঙ্গে। এবং কী আশ্বর্যের বিষয়, দুটি ধারাবাহিকেই মা লক্ষ্মীর নামে অপরাজিতার নামকরণ। ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে তিনি ‘লক্ষ্মী’ দাস এবং ‘জল জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকে তিনি ‘কোজাগরী’ বসু। বিষয়টি কাকতালীয় নাকি অপরাজিতা বলেই দুটি চরিত্রের এই নামকরণ, তাঁর সঙ্গে কথা বলে জানল TV9 বাংলা।
‘জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকে যোগদানের পর খুবই ব্যস্ত হয়ে পড়েছেন অপরাজিতা। সবসময় ফোনও ধরতে পারেন না অভিনেত্রী। লক্ষ্মীপুজোর আগের দিন সন্ধ্যায় TV9 বাংলার প্রতিবেদককে জানালেন সদ্য বাড়ি ফিরেছেন শুটিং থেকে এবং এসেই তাঁর বেহালার বাড়ির ঠাকুরঘরে ঢুকে পড়েছেন। শাশুড়িমাকে পাশে নিয়ে লেগে পড়েছেন লক্ষ্মীপুজোর আয়োজনে।
প্রশ্ন: ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ এবং ‘জল থৈ থৈ ভালবাসা’ এই দুটি সিরিয়ালে আপনাকে লক্ষ্মী এবং কোজাগরী দুই চরিত্রে পাওয়া গেল। দুটিই মা লক্ষ্মীর নাম। এটা কি কাকতালীয় বিষয় নাকি যেহেতু ইন্ডাস্ট্রিতে আপনার বাড়ির লক্ষ্মীপুজো সবসময় লাইমলাইটে থাকে তাই চরিত্রের এই নামকরণ?
অপরাজিতা: প্রথমেই বলি চরিত্র দুটির এই নামকরণ কিন্তু ইচ্ছাকৃত নয়। এগুলো চ্যানেল ঠিক করে এবং লেখক স্থির করেন। লক্ষ্মীকাকিমা ছিল আমার আগের সিরিয়ালের নাম। ‘জল থৈ থৈ ভালবাসা’তেও কোজাগরী আমি, অর্থাৎ লক্ষ্মী। এবার কেন মা লক্ষ্মীর নামে দুটি চরিত্রের নাম, সেটাই আমি বলতে চাই…
View this post on Instagram
প্রশ্ন: সেটা আমরাও জানতে চাই…
অপরাজিতা: লক্ষ্মী হচ্ছেন সেই মানুষটাই, যিনি সবটা নিয়ে মানিয়ে চলতে ভালবাসেন। যিনি সবটা মানিয়ে চলতে পারেন, তিনিই সমৃদ্ধি আনতে পারেন সংসারে। তিনি থাকেন মানেই, ভাল কিছু হবেই। মা লক্ষ্মী ইতিবাচকতার প্রতীকও। খারাপও তাঁর সংস্পর্ষে এসে ভাল হয়ে যাবে। লক্ষ্মী আসলে কালোকেও আলোকিত করতে পারেন। সেই কারণেই দুটি সিরিয়ালেই ‘লক্ষ্মী’র নাম রাখে হয়েছে।
প্রশ্ন: আপনার বাড়িতেও লক্ষ্মীপুজো মানেই দারুণ একটা বিষয়…
অপরাজিতা: সে তো বটেই।
প্রশ্ন: আপনি এক্ষুনি বললেন, লক্ষ্মী মানিয়ে চলেন, তা হলে অপরাজিতা, যিনি পর্দার ‘লক্ষ্মী’; ব্যক্তিজীবনে তিনি কতখানি মানিয়ে চলেন? কতখানি লক্ষ্মী?
অপরাজিতা: এই প্রশ্নের উত্তর তো আমি দিলে হবে না। আমার শাশুড়িমাই এই প্রশ্নের উত্তর দেবেন। আমি বলব না। আমি তাঁকেই ফোনটা দিচ্ছি। আপনি কথা বলে জেনে নিন…
কণিকা হাজরা (অপরাজিতার শাশুড়িমা): অপরাজিতার মধ্যে মানিয়ে নেওয়ার গুণ অন্যান্য মেয়েদের তুলনায় অনেক বেশ পরিমাণে রয়েছে। প্রত্যেককে নিয়ে থাকতে ভালবাসে আমার বউমা। কাউকে ছাড়তে চায় না।
প্রশ্ন: তা হলে কি আপনাকে ইন্ডাস্ট্রির ‘মা লক্ষ্মী’ বলা যায়?
অপরাজিতা: সেটা কি আমি বলতে পারি, আপনারাই বলতে পারবেন। মা লক্ষ্মী বলবেন না মা দুর্গা বলবেন। তবে হ্যাঁ, আমি যখন চিৎকার করি, তখন অবশ্যই মা চণ্ডী হয়ে যাই।