Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দাদা গৌরবের মতো…ছবিতে হাজির অর্জুন ‘ব্যোমকেশ’ চক্রবর্তী!

বাড়িতে সাজানো-গোছানো বইয়ের তাক। সময় পেলেই অর্জুন টুক করে নতুন কোনও বই কোলে নিয়ে কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা।

দাদা গৌরবের মতো...ছবিতে হাজির অর্জুন 'ব্যোমকেশ' চক্রবর্তী!
অর্জুন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2021 | 1:41 PM

শরীর নিয়ে ভীষণ সচেতন অভিনেতা। নিয়মিত শরীরচর্চা তো লেগেই আছে। সে সব ছবি অর্জুন চক্রবর্তী পোস্টও করেন সময়ে সময়ে। সাদা-কালো সে সব ছবিতে শরীরের মাংসপেশী আরও উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু শরীরচর্চা ছাড়াও তাঁর অবসরের সঙ্গী বই। নিজেকে বলেন তিনি বুকাওয়ার্ম। বাড়িতে সাজানো-গোছানো বইয়ের তাক। সময় পেলে টুক করে নতুন কোনও বই কোলে নিয়ে কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা। আর এমনই অভ্যাস যে রোজ সকালে বই না খুললে যেন তাঁর দিনই শুরু হয় না। আজ এ কথারই প্রমাণ দিলেন অর্জুন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখলেন, ‘আমর সকালের ধর্মানুষ্ঠান। তোমার কী?’ হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন #বইপোকা।

ছবিতে একদৃষ্টে তাকিয়ে আচেন বইয়ের পাতায়। মনোযোগ যেন একবারের জন্যও সরে যাচ্ছে না কোথাও। অর্জুনের পরনে সাজা পাঞ্জাবি চোখে রিডিং গ্লাস। কমেন্টে অনুরাগীরা তাঁর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ‘ব্যোমকেশ’-এর। একের পর এক কমেন্টে উঠে আসছে ‘ব্যোমকেশ’-এর উল্লেখ। সেলুলয়েডের পর্দায় ‘ব্যোমকেশ’ চরিত্রে অভিনয় করেছেন একাধিক অভিনেতা। আবির-যিশু-অনির্বাণ-পরমব্রত এমনকি অর্জুনের দাদা গৌরব চক্রবর্তীও হয়েছেন ছোট পর্দার ব্যোমকেশ। গৌরব নিজেও ব্যোমকেশ গল্পে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু ‘ব্যোমকেশ’ হওয়া তাঁর হয়নি। তাঁর ‘ব্যোমকেশ’ লুকের ছবি কি দেখেছেন অরিন্দম শীল, অঞ্জন দত্ত কিংবা সায়ন্তন ঘোষালরা? দেখলে হয়তো…

আরও পড়ুন তিন এক্কে তিন! আদিত্য চোপড়ার সঙ্গে তৃতীয় ছবিটিও করতে চলেছেন বিশ্বসুন্দরী মানুষী