স্নেহা সেনগুপ্ত
আরফান নিশো এবং তোমা মির্জা অভিনীত বাংলাদেশের ছবি ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ধীরে-ধীরে বাংলাদেশের ছবি এপার বাংলাতেও মুক্তি পাচ্ছে। ‘সুড়ঙ্গ’-র মতো আরও একটি বাংলা ছবির মুক্তির তারিখ জানা গিয়েছে এবার। সেই ছবির নাম ‘প্রিয়তমা’। সেই ছবির নায়কের নাম শাকিব খান। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এর আগে ইধিকাকে ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’, ‘পিলু’র মতো ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। টিভি নাইন বাংলাকে ইধিকা জানালেন, তাঁর অভিনীত প্রথম বাংলা ছবি, তথা বাংলাদেশি ছবি ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে এ দেশে।
TV9 বাংলাকে ইধিকা বলেছেন, “একটা দারুণ সুখবর আছে। আমার প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কলকাতায়। মুক্তির তারিখ ৩ নভেম্বর, ২০২৩। কলকাতা তো বটেই, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসম মিলিয়ে মোট ৫১ থেকে ৫২টি হলে মুক্তি পাবে ছবিটি। ছবির প্রচারের স্বার্থে ২ নভেম্বর একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা আছে কলকাতায়।”
এ দেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল এসভিএফ-এর ব্যানারে। ‘প্রিয়তমা’ মুক্তি পাবে ‘এসএসআর’-এর ব্যানারে। এই মুহূর্তে ভারতেই রয়েছেন শাকিব খান। তাঁর একটি বাংলাদেশি ছবির জন্য শুটিং করছেন বরাণসীতে। ছবিটির নাম ‘দরদ’। তাতে আবার নায়িকা হিসেবে অভিনয় করছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। সোনালকে এর আগে ইমরান হাশমির সঙ্গে ‘জন্নত’-এ দেখেছেন দর্শক।
‘প্রিয়তমা’ নিঃসন্দেহে ইধিকার কেরিয়ারের গুরুত্বপূর্ণ ছবি। এই ছবিতে অভিনয় করার পর তিনি টলিউডের বড় পর্দার নায়িকা হিসেবে ডাক পেতে শুরু করেছেন। বাংলাদেশে ছবিটি ব্লকবাস্টার হিট করেছে। কেবল টলিউড থেকে নয়, বাংলাদেশের বিভিন্ন ছবি থেকেও ডাক পেতে শুরু করেছেন নিধিকা। এটাকেই হয়তো বলে ‘টার্নিং পয়েন্ট’।