Abhishek Chatterjee Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, শোকের ছায়া সিনে দুনিয়ায়

Abhishek Chatterjee: ফের টলিউডে নক্ষত্রপতন। চলে গেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

Abhishek Chatterjee Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, শোকের ছায়া সিনে দুনিয়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 1:02 PM

আবারও শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে, প্রয়াত বাংলার কিংবদন্তি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। একের পর এক ভালো ছবি উপহার দিয়ে যাঁর স্থান বাংলার দর্শকদের অন্তরে, সেই অভিনেতাই এবার চিরনিদ্রায়। খবর সামনে আসা মাত্রই শোকের ছায়া চলচ্চিত্র জগতে। হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

বৃহস্পতিবার সকালেই প্রকাশ্যে আসে খবর। বুধবার মধ্যরাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। রাত ১.৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্তমানে তিনি খড়কুটো ধারাবাহিকে তৃণা সাহার বাবার ভূমিকাতে অভিনয় করছিলেন। সূত্রের খবর অনুযায়ী বুধবার রাতে শুটিং-এর কাজেই ব্যস্ত ছিলেন তিনি, সেখানেই শরীরটা খারাপ হওয়া শুরু, এরপর স্বাস্থ্যের অবনতি ঘটলে তড়িঘড়ি বাড়িতে ফেরেন তিনি। বাড়িতেই শুরু করা হয় প্রাথমিক চিকিৎসা। দেওয়া হয় স্যালাইনও। তবে খুব একটা সময় দিলেন না অভিনেতা, কিছুক্ষণের মধ্যে সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায়।

সূত্রের খবর অনুযায়ী, গত কয়েকদিন ধরেই পেটের সমস্যা ভুগছিলেন তিনি, রিয়ালিটি শো-এর শুটিং-এ ছিলেন ব্যস্ত বুধবার সকাল থেকেই, সেভাবে জলও পান করেননি, যার ফলে শরীর আরও অসুস্থ হয়ে পড়ে, সম্ভাব্য ডিহাইড্রেশন থেকেই অসুস্থ হয়ে পড়েন এদিন রাতে। বাড়ি ফিরলে কিছুক্ষণের মধ্যেই সব শেষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করে জানালেন, ‘অল্পবয়সে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যু, খবরে দুঃখিত। অভিষেক একজন প্রতিভাশালী অভিনেতা ছিলেন, ওঁনার অভিনয়তে যে ছবি স্পষ্ট। আমরা ওঁনার অভাব বোধ করব। টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের অনেক বড় ক্ষতি। ওঁনার পরিবার এবং বন্ধু-বান্ধবদের প্রতি সমবেদনা জানাই।’

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: তোমার সিরিয়াল থেকে আমায় বের করে দিও না, আমার চরিত্রটাকে মেরে ফেল না, বার বার বলতেন অভিষেক: লীনা গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: Abhishek Chatterjee demise: তখনকার দিনে শিখিয়েছিলেন জিম করা কাকে বলে, লোহা তোলা কাকে বলে: শেষ শুটিংয়ের সঙ্গী ভরত কল

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: নিষ্প্রাণ অভিষেককে জড়িয়ে বুকফাটা কান্না রচনার, মুখে শুধু একটা কথা…