Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Film: প্রবল মানসিক চাপে সাত বছরের অন্তরার আত্মহত্যা, দায়ী বাবা?

সাত বছরেও সেই মেয়ে লিখে গিয়েছিল এক সুইসাইড নোট। যে নোটে কাঠগড়ায় তাঁর বাবা। বাবার চরিত্রে দেখা যাবে অরিত্র গঙ্গোপাধ্যায়কে। উকিলের চরিত্রে রয়েছেন দেবলীনা।

Bengali Film: প্রবল মানসিক চাপে সাত বছরের অন্তরার আত্মহত্যা, দায়ী বাবা?
ছবির পোস্টার।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2021 | 4:38 PM

গত বছরের ঘটনা। কলকাতার এক নামজাদা বেসরকারি স্কুলের মেয়ে প্রবল মানসিক চাপের শিকার হয়ে বেছে নিয়েছিল আত্মহত্যার পথ। কাঠগড়ায় উঠেছিল পরিবারের নাম। প্রশ্ন উঠতেই পারে একরত্তি মেয়ের কীসের এত মানসিক চাপ? ওই একটি মৃত্যুই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল বাবা-মায়ের অপরিসীম চাহিদা, নিজেদের আকাঙ্ক্ষা সন্তানের মধ্যে দিয়ে পরিবারের সুতীব্র বাসনা।

সেই রকম একটি ঘটনাই এবার ছবি হয়ে আসতে চলেছে পর্দায়। ছবির নাম কিশলয়। ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত সহ অনেকেই। পরিচালক আতিউল ইসলাম। ছবির কেন্দ্রীয় চরিত্র অন্তরা, এক সাত বছরের ফুটফুটে মেয়ে। বাড়ির সকলের অনুপস্থিতিতে সে বেছে নেয় আত্মহননের পথ। প্রবল মানসিক চাপ নাকি অন্য কোনও কারণ?

সাত বছরেও সেই মেয়ে লিখে গিয়েছিল এক সুইসাইড নোট। যে নোটে কাঠগড়ায় তাঁর বাবা। বাবার চরিত্রে দেখা যাবে অরিত্র গঙ্গোপাধ্যায়কে। উকিলের চরিত্রে রয়েছেন দেবলীনা। অন্তরার ভূমিকায় দেখা যাবে অদ্রিজা মুখোপাধ্যায়কে। সাসপেন্সে মাখা এই থ্রিলারের গল্প লিখেছেন তানবীর কাজী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। ছবি প্রযোজনায় আরণ্যক বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

আরও পড়ুন-Yash-Nusrat: যশের জন্মদিনে নুসরতের ভালবাসা প্রকাশ্যে, কী লিখলেন তিনি?