আবহাওয়া দফতরের পূর্বাভাসের মতোই গত বুধবার আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড় এবং বৃষ্টির তাণ্ডবে ক্ষতিগ্রস্থ বহু এলাকা। কলকাতায় তেমন প্রভাব ফেলতে পারেনি ইয়াস। এ যাত্রাই স্বস্তি পেয়েছেন শহরবাসী। কিন্তু এতে নাকি ক্ষতি হয়েছে সিইএসসি-র। এমনটাই মনে করেন অভিনেতা (Actor) ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। ফেসবুকে কটাক্ষের সুরেই এ কথা লিখেছেন তিনি।
গতকাল ফেসবুকে ভাস্বর লেখেন, ‘আজকে ইয়াসের তান্ডব কলকাতায় কম হওয়াতে সবথেকে বেশি ক্ষতি হল সিইএসসি-র। বেচারারা ফলস বিল কী করে ধরাবে তাই ভাবছে।’
সিইএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুয়ো বিল দেওয়ার অভিযোগ নতুন নয়। গত বছর আমফানের পরও কলকাতার বেশ কিছু অংশে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ ছিল টানা কয়েকদিন। এ বারও তার আশঙ্কা ছিল। কিন্তু কলকাতায় ঝড়ের আঁচ তেমন ভাবে না পড়ায়, ইলেকট্রিক সাপ্লাই চালু রয়েছে। সে কারণেই অভিনেতা এই কটাক্ষ করেছেন বলে নেট নাগরিকদের বড় অংশ।
কালিম্পং থেকে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এর জন্য সন্দীপ সরকার পরিচালিত একটি ওয়েব সিরিজের শুটিং করে ফেরার পরই লকডাউন হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন ভাস্বর। তিনি মনে করেন, লকডাউন দ্রুত উঠে যাওয়া দরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের টেলিভিশনে ফিরছেন বলে জানিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন, ইয়াসের তান্ডবের পর রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা করলেন মিমি