দুর্নীতি-কাণ্ডে নাম জড়ানোর পর অনেকটা সময় কেটে গিয়েছে। তবে প্রায়শই স্যোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। কিছুতেই যেন ট্রোলিংয়ের হাত থেকে রেহাই পাচ্ছেন না অভিনেতা বনি সেনগুপ্ত। যদিও সামাজিক মাধ্যমের এই ট্রেন্ডকে আমল দিতে একেবারেই নারাজ এই টলিউড অভিনেতা।
তৃণমূলের এক নেতার থেকে টাকা নিয়ে গাড়ি কেনার ঘটনায় জড়িত সন্দেহে বনিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। সেই জিজ্ঞাসাবাদের পর টাকা ফেরত করে দেন অভিনেতা। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ট্রোলড হতে হয় বনিকে। তবে সেই সব থেকে বেরিয়ে নিজের কাজে মনোযোগ দিচ্ছেন অভিনেতা বনি। বনি সেনগুপ্ত ও তাঁর বান্ধবী কৌশানীর যৌথ প্রযোজনা সংস্থা তাঁদের আগামী ছবির কাজ শুরু করবে খুব শীঘ্রই। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই শুটিংয়ের কাজ শুরু হতে পারে বলে TV9 বাংলাকে জানিয়েছেন প্রযোজক তথা অভিনেতা বনি। তিনি বলেছেন, “এই ছবিতে আমরা দু’জন (অর্থাৎ এক্ষেত্রে তিনি আর কৌশানী) প্রধান চরিত্রে অভিনয় না-ও করতে পারি। ছবির চিত্রনাট্যের কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে।” সেক্ষেত্রে ছবির গল্পের ধরন জানতে চাইলে প্রযোজক বনি সেনগুপ্ত জানান, বাস্তবধর্মী সামাজিক গল্প নিয়েই ছবির পরিকল্পনা করছেন তিনি।
প্রযোজনা ছাড়াও অভিনয় নিয়ে কিছু কথা চলছে কি? TV9 বাংলাকে অভিনেতা জানিয়েছেন, এই মুহূর্তে বেশ কিছু ছবির চিত্রনাট্য পড়ছেন তিনি। তবে এখন বনি সেনগুপ্ত অনেক সাবধান হয়ে গিয়েছেন। আগের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাই প্রযোজক হিসেবে বিশেষ সাবধানতা অবলম্বন করছেন তিনি। অকপটে বলেলেন, “সাবধান তো হতেই হবে।”
তবে এই ছবিতে বান্ধবী কৌশানীর সঙ্গেই তাঁকে দেখা যাবে কি না, সে ব্যাপারে মুখ খোলেননি বনি। নিজের প্রযোজনা ও অভিনয়ের জন্য় সঠিক চিত্রনাট্য নির্বাচন করাকে কেন্দ্র করেই আপাতত ব্যস্ত রয়েছেন অভিনেতা তথা প্রযোজক। সম্প্রতি তাঁর নতুন চুলের স্টাইল নিয়ে আলোচনা ফ্যান-ফলোয়ারদের মধ্যে। এ ব্যাপারে প্রশ্ন করায় বনি জানালেন, অভিনয়ের ক্ষেত্রে নতুন চরিত্র নির্বাচন করার জন্য কিছুটা বেশি সময় থাকায় নিজের হেয়ার স্টাইল নিয়ে একটু-আধটু পরীক্ষা-নিরীক্ষা করছেন।