শুভঙ্কর চক্রবর্তী |
Dec 03, 2020 | 7:20 PM
গতকালের ব্রেকফাস্ট খেয়েছেন কেভেন্টার্সে। মেনুতে সালামি, সসেজ, পোচ
সঙ্গে গরম কফিতে চুমুক।
দার্জিলিং ক্লকটাওয়ারের সামনে।
বন্ধুদের সঙ্গে চারদিনের পাহাড় ট্রিপ।
কেভেন্টার্সে ব্রেকফাস্টের সময় বন্ধু তুলে দিয়েছে ছবিটা।
যখন পাহাড় ঢেকে যায় মেঘে
রেলিং ধরে তখন পোজ দিচ্ছেন সৌরসেনী।