Dev Byomkesh: নববর্ষে দেবের উপহার, ব্যোমকেশ লুকে প্রকাশ্যে এলেন অভিনেতা
Viral News: ৬ জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই প্রকাশ্যে এসেছিল অভিনেতা তথা সাংসদ দেবের আগামী ছবি ‘বাঘাযতীন’ -এর লুক। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে।

নববর্ষে ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির হলেন অভিনেতা তথা সাংসদ দেব। একের পর এক ছবির কাজ শেষ করছেন তিনি। সদ্য খানিকটা অবসর নিয়ে মালদ্বীপে ঘুরে এলেন তিনি। এবার লক্ষ্যে বাংলার অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সি। সেই চরিত্রেই অভিনয় করছেন দেব। খবর মিলেছিল আগেই। তবে লুক আসেনি সামনে। ব্যোমকেশ লুককে দেবকে কেমন লাগবে জানার আগ্রহ ছিল সকলেরই তুঙ্গে। এবার সেই কৌকুহল মিটিয়ে ভক্তদের উপহার দিলেন দেব। নববর্ষে ব্যোমকেশ লুক সামনে আনলেন দেব। শেয়ার করলেন ছবির পোস্টার। লিখলেন, কঠিন …….কিন্তু অসম্ভব নয়, “ব্যোমকেশ ও দুর্গ রহস্য”। দেখা হচ্ছে সিনেমা হলে। দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। অধিকাংশই একবাক্যে প্রশংসা করলেন দেবের।
কয়েকদিন ধরেই টলিপাড়ায় শোরগোল তুঙ্গে, প্রসঙ্গ ব্যোমকেশ বক্সি। ঝড়ের গতিতে খবর ছড়িয়ে পড়ে, এবার এই বাঙালি গোয়েন্দা চরিত্রেই নাকি দেখা যাবে দেবকে। অভিনেতা তথা সাংসদ দেব নিজেই এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তবে কোন পরিচালকের হাতে তিনি ব্যোমকেশ হচ্ছেন, তার কোনও হদিশ প্রাথমিকভাবে ছিল না। ফলে একের পর এক নাম নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সেই রহস্য ভেদও করেছিলেন খোদ অভিনেতা। সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছিলেন, পরিচালক বিরষা দাশগুপ্ত এবার তৈরি করতে চলেছেন ব্যোমবেশ বক্সি।
View this post on Instagram
৬ জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই প্রকাশ্যে এসেছিল অভিনেতা তথা সাংসদ দেবের আগামী ছবি ‘বাঘাযতীন’ -এর লুক। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয় এদিন তাঁর প্রথম পোস্ট। ছক ভেঙে গত পাঁচ বছরেই নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন অভিনেতা। কেরিয়ারের শুরুতে যে ধাঁচের যে জ্যঁরের ছবি তিনি দর্শকদের উপহার দিয়ে চলেছেন। প্রতিটা ছবিতেই নিজেকে ভেঙে গড়ার কাজ করছেন দেব, ফলে দিন দিন ট্র্যাক বদল হচ্ছে খোকাবাবুর। আর সেই ট্র্যাক ধরে রাখতেই এবার ঝুলিতে বড় চরিত্র। ব্যোমকেশ বক্সি। টলিউডে একাধিক অভিনেতা ইতিমধ্যেই হয়ে গিয়েছেন ব্যোমকেশ। বিভিন্ন পরিচালকের হাতে বিভিন্ন অভিনেতা ব্যোমকেশ হয়ে উঠেছেন। এবার সেই প্রতিযোগিতায় নাম লেখালেন দেব।





