Durnibar-Mohor: চেয়েও হনিমুনের ছবি দিতে পারছেন না মোহর-দুর্নিবার, ভয় একটাই…
Durnibar-Mohor: সদ্য হনিমুন সেরে এসেছেন দুর্নিবার সাহা ও মোহর সেন। বিয়ের ছবি ভাগ করে নিলেও হনিমুনের ছবি পোস্ট করতে পারছেন না তাঁরা। এ কথা নিজেই জানিয়েছেন মোহর।

সদ্য হনিমুন সেরে এসেছেন দুর্নিবার সাহা ও মোহর সেন। বিয়ের ছবি ভাগ করে নিলেও হনিমুনের ছবি পোস্ট করতে পারছেন না তাঁরা। এ কথা নিজেই জানিয়েছেন মোহর। কারণ একটাই, কটাক্ষের জুজু। বিয়ে নিয়ে এমনিতেই অনেক কথা শুনতে হয়েছিল তাঁদের। এবার মধুচন্দ্রিমার ছবি দিলে যদি শুনতে হয় আরও বেশি… সেই কারণেই তা থেকে বিরত থেকেছেন তাঁরা। মোহরের কথায়, “হনিমুনের ছবি চেয়েও পোস্ট করতে পারছি না, আপনাদের জন্য। পাত্তা দিয়েছি ভাববেন না। নিজের এবং আপনজনদের শান্তিকে প্রাধান্য দিয়েছি এবং দেব, তাই…”। প্রসঙ্গত, প্রায় ১৫ দিন পার হয়েছে দুর্নিবারের দ্বিতীয় বিয়ের। প্রাক্তন স্বামী দুর্নিবার সাহার দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বজায় রেখেছিলেন এক অদ্ভুত নীরবতা। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফিরে এলেন সামাজিক মাধ্যমে। নিজের উদাসী ছবি পোস্ট করে লিখলেন, “আরও কিছু পথ যাও। সেই পথ কখনও জনবহুল নয়।” কোথাও গিয়ে ওই পথ আর জীবনের পথ মিলেমিশে একাকার? যতদূর জীবন এগোয় লোকের সংখ্যাও কমে আসে। কমে আসে হিতাকাঙ্ক্ষীর সংখ্যাও। অস্ফুটে তাই কি বলে গেলেন মীনাক্ষী? দুর্নিবার ও মোহর সেনের বিয়ে নিয়ে কটাক্ষ কম হয়নি।
এমনকি বিয়ের কিছু দিন আগে এই সোশ্যাল মিডিয়াতেই একটি পোস্ট করেছিলেন মীনাক্ষীও । ইংরেজিতে করা ওই পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “জীবনে রণবীর সিংয়ের আগমনে জন্য রণবীর কাপুরকে যেতে দিতে হয়”। আপাতদৃষ্টিতে নিপাট এই পোস্টের ভিতরে লুকিয়ে থাকা অর্থ কিন্তু এতটাও সোজা নয়। দীপিকা পাড়ুকোন প্রথমে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। এখন তিনি রণবীর সিংয়ের ঘরণী। শোনা যায়, রণবীর কাপুর নাকি দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীন হয়ে পড়েছিলেন অন্য নারীতে আসক্ত। আর রণবীরের সেই ক্যাসানোভা মেজাজ সম্পর্কে কে না জানেন? অন্যদিকে রণবীর সিং কিন্তু এ সবে মোটেই নেই। প্রথম দিন থেকেই তিনি ‘ওয়ান ওম্যান ম্যান’, অর্থাৎ এক নারীতেই আসক্ত তিনি। আর সেই নারী তাঁর স্ত্রী। স্ত্রীর প্রতি দায়িত্ব-কর্তব্য বোধের কারণে নারীমহলেও তিনি বেশ চর্চিত। আর মীনাক্ষী তাই কাপুর নয়, খুঁজেছিলেন সিংকেই। পোস্টের এই যাবতীয় চরিত্রে সঙ্গে যে মুহূর্ত আপনি মীনাক্ষী-দুর্নিবার ও মোহরের সম্পর্কের মিল খুঁজছিলেন ঠিক সেই মুহূর্তেই আরও একটি বোমা ফাটিয়েছিলেন তিনি। ওই পোস্টেই লিখেছিলেন, “এই স্টেটাস নিয়ে আপনি যে সব চিন্তা মাথায় নিয়ে আসছেন, সে সবই সত্যি।” আপাতত দুর্নিবার মোহরের। সমালোচনা চলছে, তবে এরই মধ্যে রয়েছে ইতিবাচক বার্তাও। অনেকেই বলছেন, “যে যার মতো খুশি থাকুক, ক্ষতি কী?”





