বছরের প্রথম দিনে অ্যাকাডেমির সন্ধে সৌমিত্রময়

বছরের প্রথম দিনে অ্যাকাডেমি চত্বর আজ সৌমিত্রময়। আনাচে কানাচে উঁকি দিল তাঁর সম্পর্কে না জানা কথা, নানা অজানা গল্প। আমন্ত্রিতরা স্মৃতি হাতড়ে ডুব দিলেন বহু দিনের না বলা গল্পে। শেয়ার করলেন অভিজ্ঞতা। ‘নাট্য সংহতি’ এবং ‘অ্যাকাদেমি অব ফাইন আর্টস’ আয়োজিত এক অনুষ্ঠানে ঘটল এমনই কিছু ঘটনা। অনুষ্ঠানের নাম ‘সৌমিত্রদা শ্রীচরণেষু’। কারও সৌমিত্রদা, কারও পলুদা আবার […]

বছরের প্রথম দিনে অ্যাকাডেমির সন্ধে সৌমিত্রময়
বাঁ দিকেঃ ফ্রেমবন্দী। ডান দিকেঃ দর্শকাসনে পৌলমী।
Follow Us:
| Updated on: Jan 01, 2021 | 7:41 PM

বছরের প্রথম দিনে অ্যাকাডেমি চত্বর আজ সৌমিত্রময়। আনাচে কানাচে উঁকি দিল তাঁর সম্পর্কে না জানা কথা, নানা অজানা গল্প। আমন্ত্রিতরা স্মৃতি হাতড়ে ডুব দিলেন বহু দিনের না বলা গল্পে। শেয়ার করলেন অভিজ্ঞতা। ‘নাট্য সংহতি’ এবং ‘অ্যাকাদেমি অব ফাইন আর্টস’ আয়োজিত এক অনুষ্ঠানে ঘটল এমনই কিছু ঘটনা।

অনুষ্ঠানের নাম ‘সৌমিত্রদা শ্রীচরণেষু’। কারও সৌমিত্রদা, কারও পলুদা আবার কারও বা শুধুই সৌমিত্র। সন্ধে সাড়ে পাঁচটায় শুরু হল সেই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিষ মজুমদার, সুমন মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সহ নামজাদা নাট্যব্যক্তিত্বরা। বাবার স্মৃতি আঁকড়ে বছরের প্রথম দিনে হাজির হয়েছিলেন পৌলমী চট্টোপাধ্যায়ও।

দর্শকে ঠাসা ছিল প্রেক্ষাগৃহ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের দীর্ঘ দিনের বন্ধু TV9 বাংলাকে বলেন, “নাট্যসংহতির তরফ থেকে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়েছি। নাট্যসংহতির সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন বলব না, তাঁকে আমরা সংবর্ধনা জানিয়েছিলাম অনেক বছর আগে, তাঁর ৬০ বছরের জন্মদিনে। সেই স্মৃতি আজ খুব মনে পড়ে যাচ্ছে। সেই অনুষ্ঠানে তাঁর নাটকের দৃশ্য, সিনেমার দৃশ্য দেখান হয়েছিল তা আজও মনে পড়ে। আজও তেমন ভাবেই তাঁকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি”।

উপস্থিত ছিলেন সুমন মুখোপাধ্যায়ও। তাঁর কথায়, “ওঁর প্রয়াণে আমরা শোকস্তব্ধ। আমাদের সংস্কৃতির ধারক ছিলেন তিনি। নাট্য সংহতি যেহেতু পুরোটাই নাটকের সংস্থা তাঁরা যে স্মরণ করছে সেটা খুব জরুরি ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলচ্চিত্র নিয়ে তাঁর নাট্যচর্চা নিয়ে বেশি কথা আমরা বলিনি।” তিনি নেই, তবুও সহকর্মীদের স্মৃতিতো আজ তিনি ভীষণভাবে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির প্রেক্ষাগৃহে…।