‘প্রেম করছি’, স্বীকার করে নিলেন রণজয়… কার জন্য ‘মন ভেসেছে’ তাঁর

Sucharita De | Edited By: Sneha Sengupta

Dec 22, 2023 | 7:33 PM

Ranojoy Bishnu: অভিনেতা রণজয় বিষ্ণু এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক। কাজের জন্য তার বড়-বড় হোর্ডিং শহর জুড়ে, তবে সমাজমাধ্যমে রণজয়ের নাম টাইপ করলেই তাঁর জীবনের ‘সম্পর্ক’ নিয়ে নানা খবর। আসলে কিছুদিন হল অভিনেতার হৃদয় ভেঙেছে। বান্ধবী সোহিনী সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক এখন অতীত। “তাই বিয়ের মরশুমে টলিপাড়ায় নতুন সমীকরণের খোঁজ করছে অনেকে”, এমনই মত রণজয় বিষ্ণুর।

‘প্রেম করছি’, স্বীকার করে নিলেন রণজয়... কার জন্য ‘মন ভেসেছে’ তাঁর
রণজয় বিষ্ণু।

Follow Us

টলিপাড়ার মুচমুচে খবর দেখলেই সমাজমাধ্যমে হইচই পড়ে যায়: কে নতুন সম্পর্কে এলেন, কার সম্পর্ক ভাঙল। নেটিজ়েনদের চোখের বাইরে নিজেদের যেন আর কিছুতেই লুকিয়ে রাখতে পারেন না বিভিন্ন মাধ্যমের তারকারা। তাঁরাও নানা ধরনের ‘হিন্ট’ দিতে থাকেন। অনেকে খুশি হন সকলের উৎসাহ পেয়ে। আবার অনেকে বিব্রত হয়ে ফস্ করে মন্তব্য করে বসেন। অনেকে আবার পাত্তাই দেন না। তবে খবরের গতি থেমে থাকে না, নানা খবর স্যোশাল মিডিয়ায় কখনও ভাইরাল হয়, কখনও বা আবার হয়ে ওঠে ফরওয়ার্ডযোগ্য মিম।

এই যেমন অভিনেতা রণজয় বিষ্ণু এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক। কাজের জন্য তার বড়-বড় হোর্ডিং শহর জুড়ে, তবে সমাজমাধ্যমে রণজয়ের নাম টাইপ করলেই তাঁর জীবনের ‘সম্পর্ক’ নিয়ে নানা খবর। আসলে কিছুদিন হল অভিনেতার হৃদয় ভেঙেছে। বান্ধবী সোহিনী সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক এখন অতীত। “তাই বিয়ের মরশুমে টলিপাড়ায় নতুন সমীকরণের খোঁজ করছে অনেকে”, এমনই মত রণজয় বিষ্ণুর। গত ১৫ ডিসেম্বর অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিকের বিবাহ বাসরে রণজয়-মিশমির ‘নৈকট্য’-এর খবর প্রথম প্রকাশ করেছিল TV9 বাংলা। তারপর অবশ্য নিজের ‘স্টেটাস’ সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রণজয়। TV9 বাংলা মিশমির সঙ্গে তাঁর ‘নৈকট্য’-এর সমীকরণ নিয়ে আরও খোঁজখবর করলে রণজয় বলেছেন, “আমাদের একসঙ্গে দেখে এতকিছু রটে গেল, মাই গড। ও আমার বোন ছাড়া আর কিচ্ছু নয়।” অর্থাৎ সিরায়ালের সহকর্মী মিশমির সঙ্গে তাঁর সম্পর্ক ‘ভাইবোন’-এর। তাহলে রণজয়ের জীবনে এখন সবথেকে বেশি জায়গা জুড়ে রয়েছেন কে? সেই প্রশ্নও এবার সোজাসাপ্টা করল TV9 বাংলা।

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রণজয় কপট হেসে বললেন, “সবার এই একটাই প্রশ্ন এখন আমার কাছে। খুবই গুরুত্ব দিচ্ছেন সকলে এই প্রশ্নটাকে। তবে আমি এই মুহুর্তে সবথেকে বেশি সময় দিচ্ছি আমার কাজকে— অভিনয়কে।” কিঞ্চিৎ হেসে রণজয় যোগ করলেন আরও, “কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। আরও ভাল করে অভিনয় করতে চাই। বলতে পারেন, সমস্ত মন দিয়ে আমি আমার কাজের সঙ্গে, মানে, অভিনয়ের সঙ্গেই প্রেম করছি। এখন প্রায় সারাদিনই আমি ব্য়স্ত আমার সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’ নিয়ে আছি। এর পর আবার অন্য ধরনের বিষয় নিয়ে অন্য মাধ্যমে কাজ করব।”

টলিপাড়ার এই ‘এলিজেবল ব্যাচেলর’ যখন প্রেম করছেন নিজের কাজের সঙ্গে, তখন অবশ্যই প্রশ্ন আসে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়াল ছাড়া আর কোন মাধ্যমে তাঁর নতুন কাজ আসছে? এর উত্তরে রণজয় বলেন, “একটি ছবি (‘বনবিবি’)-র কাজ শেষ হয়েছে বহু আগে, পোস্ট প্রোডাকশনও শেষ ইতিমধ্যেই। আশা করছি সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই এই ছবি সিনেমা হলে মুক্তি পাবে।” তাহলে রণজয়ের প্রেম এখন সত্যিই শুধু কাজের সঙ্গে? এই প্রশ্নের উত্তরে রণজয় বললেন, “কোনও কিছুই কোনও দিন গোপন করি না;, তাই সেরকম খবর হলে জানতেই পারবেন। এখন আপাতত কাজ নিয়েই থাকি।” কথা প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল, শহরে ‘ডাঙ্কি’ মুক্তি পেয়েছে, তাঁর কি দেখা হয়েছে? উত্তরে বলেন, “সময় পাইনি। তবে আমি সেইরকম শাহরুখ ফ্যান নই। যদিও পরিচালক রাজকুমার হয়রানির ছবি পছন্দ করি। সময় পেলেই দেখে নেব।” এই বলেই শট দিতে চলে গেলেন অভিনেতা। খবরের গতি এগোবে এবং ভবিষ্যতই বলবে: রণজয় নিজের কাজ ছাড়া আর কাকে মন দেবেন!

Next Article