Srabanti Chatterjee: ‘খুব কষ্ট’ কেন বারবার পেতে হয় শ্রাবন্তীকে, ‘দেবী চৌধুরাণী’র পরিচালক দিলেন উত্তর

Sneha Sengupta |

Nov 09, 2023 | 4:39 PM

Is Srabanti Emotionaly Driven: অনেকবার বিয়ে করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ জীবনে এতবার বিয়ে, এতবার সম্পর্ক... তা নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে শ্রাবন্তীকে। হাসাহাসিও হয়েছে নেটজুড়ে। কিন্তু ইন্ডাস্ট্রির লোকে বলে তিনি ‘সরল মানুষ’। ‘সহজে’ সকলকে ‘বিশ্বাস’ করে ফেলেন। তারপর ঠকে যান। চোখের জল ফেলেন। এ হেন শ্রাবন্তী এখন 'দেবী চৌধুরাণী' ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Srabanti Chatterjee: ‘খুব কষ্ট’ কেন বারবার পেতে হয় শ্রাবন্তীকে, ‘দেবী চৌধুরাণী’র পরিচালক দিলেন উত্তর
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Follow Us

 

স্নেহা সেনগুপ্ত

অনেকবার বিয়ে করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ জীবনে এতবার বিয়ে, এতবার সম্পর্ক… তা নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে শ্রাবন্তীকে। হাসাহাসিও হয়েছে নেটজুড়ে। কিন্তু ইন্ডাস্ট্রির লোকে বলে তিনি ‘সরল মানুষ’। ‘সহজে’ সকলকে ‘বিশ্বাস’ করে ফেলেন। তারপর ঠকে যান। চোখের জল ফেলেন। এ হেন শ্রাবন্তী এখন ‘দেবী চৌধুরাণী’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বঙ্কিমচন্দ্রের সেই নারী চরিত্র, যাঁকে ভয় পেত ইংরেজ শাসকের দল। আর ‘মাস্টারমশাই’-এর মতো তাঁর ক্লাস নিচ্ছেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। ডিসেম্বর থেকে শুটিং শুরু ‘দেবী চৌধুরাণী’র। বীরভূম, পুরুলিয়াতে শুটিং হবে প্রথমে দফায়। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে টিম দেবী চৌধুরাণী। তথাকথিত ‘দুর্বল মন’-এর শ্রাবন্তীকে নিয়ে কী মতামত পরিচালকের। তাঁর নায়িকা কি ‘সত্যিই’ বোকা?

একটি অ্যাওয়ার্ড শো-এ যাওয়ার সময় থেকে শ্রাবন্তীর সঙ্গে বন্ধুত্ব ‘দেবী চৌধুরাণী’র পরিচালক শুভ্রজিৎ মিত্রর। তারপর জানা যায়, তাঁকে নিয়েই ‘দেবী চৌধুরাণী’ পরিচালনা করছেন পরিচালক (‘অভিযাত্রিক’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি)। দীর্ঘ সময় শ্রাবন্তীর সঙ্গে কাটে তাঁর। শ্রাবন্তীর ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো… প্রশিক্ষণের সময় পুরোটাই থাকছেন শুভ্রজিৎ। পরিচালকের মনে হয়েছে, “আমার শ্রাবন্তীকে খানিক ইমোশনাল মনে হয়। আমার কিন্তু বোকা মনে হয়নি।” সেই সঙ্গে শুভ্রজিতের সংযোজন, “ও যথেষ্ট স্মার্ট। তবে খুব আবেগপ্রবণ মানুষ।” কিন্তু এই যে লোকে বলে শ্রাবন্তী মানুষকে বিশ্বাস করে ফেলেন, সেটা সম্পর্কে কী বলছেন পরিচালক? জাতীয় পুরস্কারবিজয়ী পরিচালকের উত্তর, “হ্যাঁ, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে শ্রাবন্তী। আমিও তাই। সেই কারণেই হয়তো খুব কষ্টও পায়।”

পরিচালক শুভ্রজিৎ মিত্র।

শ্রাবন্তীর বিয়ে নিয়ে কথা কম হয় না। অনেক ছোট বয়সে, তিনি যখন সদ্য শিশুশিল্পীর পদ থেকে উন্নীত হয়ে বড়দের চরিত্রে অভিনয় করতে শুরু করেন, একদিন জানা যায়, তিনি বিয়ে করে ফেলেছেন। তখন তাঁর বয়স ১৬-১৭ হবে। পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করলেন শ্রাবন্তী। দীর্ঘ দাম্পত্যের জীবনে ভাল সময়-খারাপ সময় এসেছে। জন্ম হল পুত্র অভিমন্যুরও। ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একই বছর মডেল কৃষ্ণ ব্রিজকে বিয়ে করলেন। বছর ঘুরতে না-ঘুরতেই ভাঙল বিয়ে। তারপরই জানা গেল প্রেম করছেন এবং ২০১৯ সালে বিয়ে করলেন এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কর্মরত রোশন সিংকে। সেই বিয়েও ভেঙে যায় ২০২০ সালে। পরপর বিয়ে এবং ডিভোর্সের কারণে একাংশের মানুষ তাঁর ‘চরিত্র’-এর দিকে আঙুল তুললেন। একাংশের মানুষ হাসলেন। তৃতীয় অংশ, অর্থাৎ ইন্ডাস্ট্রির কিছু মানুষ বললেন, শ্রাবন্তী ‘ইমোশনাল ফুল’ বলে মানুষকে বিশ্বাস করেন এবং ঠকে যান।

Next Article