AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজনীতি থেকে কি বিদায় নিলেন কট্টর ‘বামপন্থী’ শ্রীলেখা মিত্র?

সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের সেলফি শেয়ার করেন শ্রীলেখা। চোখে সানগ্লাস, মুখে মাস্ক, তবে যে সে মাস্ক নয়। এক ধরণের ট্রান্সপারেন্ট মাস্ক।

রাজনীতি থেকে কি বিদায় নিলেন কট্টর 'বামপন্থী' শ্রীলেখা মিত্র?
শ্রীলেখা মিত্র।
| Updated on: Apr 23, 2021 | 12:04 PM
Share

একনিষ্ঠ বাম সমর্থক তিনি। কিন্তু তা-ও তাঁর মানবিক সত্বা বলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে। তা-ই রাজনীতির রঙ দেখেননি শ্রীলেখা  মিত্র। কামারহাটির তৃণমূল কংগ্রেসের  প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের জন্য দ্রুত আরোগ্য কামনা করলেন অভিনেত্রী। নিজের ফেসবুক পোস্টে করোনায় আক্রান্ত ‘মদনদা’কে উদ্দেশ্য করে অভিনেত্রী লিখলেন, ‘মদনদা সেরে উঠুন। আরও অনেকদিন খেলতে হবে তো। রাজনৈতিক পার্থক্য থাকবেই তবু চাইব সেরে উঠুন।’

নির্বাচনী প্রচার মঞ্চ থেকে পলিটিক্যাল মিছিলে হেঁটেছেন শ্রীলেখা। ফেসবুক ওয়ালে ভরিয়ে দিয়েছেন রাজনৈতিক প্রচারে আবার কখনও এক হাত নিয়েছেন শাসকদলের নেতা-নেত্রীদের। তবে আজ থেকে ব্যাক টু প্যভিলিয়ন কি শ্রীলেখা? অর্থাৎ আবার অ্যাকশন-কাটের স্পটলাইটে? তাঁর ফেসবুক পোস্ট অন্তত তা-ই বুঝিয়ে দিল।

 

আরও পড়ুন জন্মদিন স্বস্তিকার, ‘বয়েস হইয়া গেল রে তোর’, লিখলেন শোভন

 

 

 

সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের সেলফি শেয়ার করেন শ্রীলেখা। চোখে সানগ্লাস, মুখে মাস্ক, তবে যে সে মাস্ক নয়। এক ধরণের ট্রান্সপারেন্ট মাস্ক। তার ভিতর দিয়ে শ্রীলেখার রেড লিপস্ট্রিক দেওয়া ঠোঁটও দেখা যাচ্ছে পরিষ্কার। ক্যাপশনে শ্রীলেখা লেখেন, ‘আমার পেশাগত চাহিদা সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রেখে গত এক মাস ধরে গত একমাস ধরে একের পর এক মিছিল ও জনসভাগুলোয় অংশ নিয়েছি । তবে এখন আমার জীবিকা নির্বাহের উপায় এখনও আরও কঠিন হয়ে গিয়েছে (বাড়ি থেকে কাজ করা সম্ভব নয়, বুঝছেনই)। কোভিড প্রোটোকল মেনে আজ থেকে অংশুমান প্রত্যুশের পরিচালিত নতুন প্রোজেক্ট ‘নির্ভয়’এর সঙ্গে যুক্ত হলাম।’ ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর দর্শকদের জন্য সুস্থতাও কামনা করলেন শ্রীলেখা।