Jeet: একটা ছবি শেয়ার করেছেন জিৎ, আর তাই নিয়ে ভক্তদের মধ্যে বাকবিতণ্ডা

Jeet: জিতের এই পোস্ট কম দেওয়া নিয়ে অনুযোগও রয়েছে ভক্তদের মধ্যে। কয়েকজন বলেছেন যে জিৎ এত কম পোস্ট দেন যে খুব রাগ হয়।

Jeet: একটা ছবি শেয়ার করেছেন জিৎ, আর তাই নিয়ে ভক্তদের মধ্যে বাকবিতণ্ডা
জিতের একটা পোস্ট নিয়ে ভক্তরা বিভক্ত
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 6:43 PM

জিৎ বেরিয়েছেন তীর্থভ্রমণে। সঙ্গে স্ত্রী মোহনা, মেয়ে নবন্য। তাঁরা উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছেন। সেই ছবি ভাগ করেছেন জিৎ। এমনিতে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সক্রিয় নন জিৎ। পরিবারের সঙ্গেও তাই কম-ই ছবি পাওয়া যায়। এমনই বিশেষ বিশেষ মুহূর্ত মাঝে মধ্যে ভাগ করে নেন তিনি। তিনজনের ছবি ভাগ করে জিৎ ‘আশীর্বাদ চাইছি’ লিখে মহাকাল এবং মোহনা মদনানিকে ট্যাগ করেছেন। উত্তরে মোহনাও ‘জয় মহাকাল’ বলে ‘ঔঁ’ লিখেছেন। তাঁর এই মন্তব্যের উপর অভিনেতা যশ দাশগুপ্ত লাল হৃদয় ইমোজি দিয়ে ‘মোহনা মদনানি দিদি জয় শঙ্কর’ লিখেছেন কমেন্ট বাক্সে। জিতের এক ভক্ত প্রিয়াঙ্কা মন্তব্য করেছেন, ‘আমি পয়লা অক্টোবরে গিয়েছিলাম, তোমাদের যাওয়ার এক সপ্তাহ আগে’। এই অবধি ঠিকই ছিল, এর পর প্রশ্ন ‘কেমন লাগল মাতা বৈষ্ণবদেবীর যাত্রা তোমাদের?’

ব্যস, এখান থেকে শুরু তর্কাতর্কি। একজন ভক্ত লিখেছেন, বৈষ্ণবদেবী নয়, জিৎ গিয়েছেন উজ্জয়নীর মহাকাল মন্দিরে। উত্তরে পাল্টা জবাব প্রিয়াঙ্কার। সে তো এখন, তার আগে ৮ অক্টোবর তাঁরা মাতা বৈষ্ণবদেবীকে দর্শন করেছেন। যা জিৎ পোস্ট না করলেও তাঁর ফ্যান ক্লাবের পেজ-এ অনুরাগীরা শেয়ার করেছেন বলে দাবি প্রিয়াঙ্কার।

আর এক ভক্তও প্রিয়াঙ্কাকে সমর্থন করে বলেছেন, যে ছবি জিৎ ভাগ করেছেন ইনস্টাগ্রামে সেটা উজ্জয়নীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। জিৎ ৮ তারিখ বৈষ্ণবদেবী গিয়েছিলেন, এখন উজ্জয়নীতে। ছবি মহাকালেশ্বরের শেয়ার করেছেন জিৎ। আর ভক্তদের কথা ঠিক হলে বৈষ্ণবদেবীও ছিল তাঁর ভ্রমণের আর একটা অংশ। কিন্তু সেটা কেন তিনি ভাগ করেননি, তার উত্তর স্বয়ং তিনি এবং মহাকালই দিতে পারবেন।

View this post on Instagram

A post shared by Jeet (@jeet30)

জিতের এই পোস্ট কম দেওয়া নিয়ে অনুযোগও রয়েছে ভক্তদের মধ্যে। কয়েকজন বলেছেন যে জিৎ এত কম পোস্ট দেন যে খুব রাগ হয়। কিন্তু এমন হঠাৎ হঠাৎ ছবিতে তাঁরা খুশিও হন। আর তাই সেই খুশি বোঝাতে ভালবাসা বর্ষণ করতে কার্পণ্য করেন না তাঁরা। যেমন জিৎ ছবি দিতে করেন।

কয়েকদিন আগে অবশ্য মেয়েকে নিয়ে মজা খেলার ভিডিয়ো শেয়ার করেছিলেন জিৎ। তবে সেগুলো এতই কম যে ভক্তদের অপেক্ষার ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। তবে সব ঠিক আছে, ভক্তরা তাঁদের ভালবাসা দেখাবেন। কিন্তু হঠাৎ কেন জিৎ এমন তীর্থ ভ্রমণে বেড়োলেন তা জানা যায়নি।