ভিডিয়ো: মুঠো-বরফ, আনন্দ আর অনাবিল হাসি, বৃষ্টিমাখা শহরে নস্টালজিক কোয়েল

ইদানিং দর্শকদের সঙ্গে মাঝেমধ্যেই মনের কথা শেয়ার করে নিচ্ছেন কোয়েল মল্লিক। কখনও জানাচ্ছেন ছেলে কবীরকে কী নামে ডাকেন তিনি, আবার কখনও জানাচ্ছেন বাবা রঞ্জিত মল্লিকের কোন ছবি সবচেয়ে বেশি ভাল লাগে তাঁর।

ভিডিয়ো: মুঠো-বরফ, আনন্দ আর অনাবিল হাসি, বৃষ্টিমাখা শহরে নস্টালজিক কোয়েল
বরফে মাখামাখি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 2:52 PM

সকাল থেকেই শহর জুড়ে বৃষ্টি। কালো মেঘ কখনও দুপুরেই এনে দিচ্ছে সন্ধের আমেজ আবার কখনও বা মেঘ ফুঁড়ে উঁকি দিচ্ছে রোদ। রোদ-মেঘের খেলায় কল্লোলিনী তিলোত্তমা যখন স্নাত ঠিক তখনই কোয়েল মল্লিকের ইচ্ছে হল বরফ ডুব দিতে। করোনা পরিস্থিতিতে ‘বাইরে যাওয়া বারণ’… তাই অগত্যা তিনি বেছে নিলেন থ্রো-ব্যাক ভিডিয়োকেই। ভার্চুয়ালি ঘুরে এলেন বরফের দেশে।

ইনস্টাগ্রামে রিল ভিডিয়োর এক বছরের জন্মদিনে যখন টলিপাড়ার তারারা করে চলেছে একের পর এক উদযাপন, বাদ গেলেন না কোয়েলও। বরফের মাঝে সময় কাটানোর এক পুরনো ভিডিয়োকেই বেছে নিলেন তিনি। জানালেন, ভিডিয়োটি পুরনো হলেও সোশ্যাল মিডিয়ায় একেবারে আনকোরা, অর্থাৎ আগে কোনওদিনও পোস্ট করেননি। বরফ ছুড়ছেন এদিক-সেদিক, কখনও বরফের উপরেই দিচ্ছে ঝাঁপ-যেন প্রথম বার বরফ দেখার এক নিষ্পাপ উচ্ছ্বাস। ট্রোল থেকে এমনিও তিনি শতহস্ত দূরে, এই ছবিতেও তার ব্যক্তিক্রম নয়। সোশ্যাল মিডিয়ায় শুধুই মিষ্টি মন্তব্য।

View this post on Instagram

A post shared by Koel Mallick (@yourkoel)

ইদানিং দর্শকদের সঙ্গে মাঝেমধ্যেই মনের কথা শেয়ার করে নিচ্ছেন কোয়েল মল্লিক। কখনও জানাচ্ছেন ছেলে কবীরকে কী নামে ডাকেন তিনি, আবার কখনও জানাচ্ছেন বাবা রঞ্জিত মল্লিকের কোন ছবি সবচেয়ে বেশি ভাল লাগে তাঁর। শেয়ার করছেন ডায়েট চার্ট থেকে শেষ ফুচকা খাওয়ার তারিখও। শুট শুরু হলেও আপাতত তিনি বাড়িতেই। শুটিংয়ে ফিরবেন কবে, তা নিয়ে উত্তেজনা বাড়ছে ভক্তমহলে।

আরও পড়ুন- এক সিরিজেই বাজিমাত, বলিউডকে স্থায়ী ঠিকানা বানাতে বন্ধু রশ্মিকার পথেই হাঁটছেন সামান্থা!