AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক সিরিজেই বাজিমাত, বলিউডকে স্থায়ী ঠিকানা বানাতে বন্ধু রশ্মিকার পথেই হাঁটছেন সামান্থা!

সূত্রের খবর, বলিউডকে স্থায়ী ঠিকানা বানাতে বেশ কিছু দিন ধরেই নাকি মুম্বইয়ে বাড়ি খুঁজছেন তিনি। একেবারে নিজের বাড়ি। ফ্যামিলি ম্যানের পর তাঁর কাছে অফারও আসছে ভুরিভুরি।

এক সিরিজেই বাজিমাত, বলিউডকে স্থায়ী ঠিকানা বানাতে বন্ধু রশ্মিকার পথেই হাঁটছেন সামান্থা!
সামান্থা
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 12:41 PM
Share

বলিউডে পা রাখতে ভয় পেয়েছিলেন তিনি। কারণ হিসেবে বলেছিলেন, ‘এখানে বিস্ময়কর সব প্রতিভা’। কিন্তু একটা সিরিজই যেন রাতারাতি বদলে দিয়েছেন তাঁর বলিউড কেরিয়ার। দক্ষিণী অভিনেত্রীর তকমা ছেড়ে তিনি এখন সার্বজনীন। কথা হচ্ছে অভিনেত্রী সামান্থা আক্কিনেনি ওরফে দ্য ফ্যামিলি ম্যান ২-এর ‘রাজি’র। সূত্রের খবর, বন্ধু রশ্মিকা মন্দানার পথেই এ বার হাঁটতে চলেছেন তিনি।

সূত্রের খবর, বলিউডকে স্থায়ী ঠিকানা বানাতে বেশ কিছু দিন ধরেই নাকি মুম্বইয়ে বাড়ি খুঁজছেন তিনি। একেবারে নিজের বাড়ি। ফ্যামিলি ম্যানের পর তাঁর কাছে অফারও আসছে ভুরিভুরি। যদিও এই মুহূর্তে দুই দক্ষিণী ছবিকেই হাতে নিয়েছেন তিনি। সেখান থেকেই কেরিয়ার শুরু, তাই দক্ষিণী ছবি ছেড়ে দেওয়ার ইচ্ছে তাঁর নেই। শুধু সামান্থাই নন, তাঁর কাছের বন্ধু ‘এক্সপ্রেশন কুইন’ রশ্মিকা মন্দানারও বলিউড অভিষেক ঘটতে চলেছে কিছু দিনের মধ্যে। তাঁর ছবিতে আবার রয়েছেন বিগ-বি। রশ্মিকা যে বাড়ি কিনতে চাইছেন সে কথা আগেই খবরে এসেছিল। সাম্প্রতিক আপডেট, কথা বার্তা এগিয়েছে অনেক দূর।

কিন্তু ২০১০ সালে কেরিয়ার শুরু করা সামান্থার বলি অভিষেক হতে এত দেরি হল কেন? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বলিউডে পা রাখতে ভয় পেতেন সামান্থা। ‘রাজি’ কি কাটিয়ে দিয়েছে সেই ভয়? রোমান্টিক বলিউড ছবিতেও অভিনয় করতে চান সামান্থা। নায়ক হিসেবে পেতে চান রণবীর কাপুরকে। ২০১০ সালে সামান্থা বড় পর্দায় ‘ইয়ে মায়া চেসাভে’ থবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যা পরে হিন্দিতে ‘এক দিওয়ানা থা’ নামে রিমেকও হয়েছিল। সামান্থা ‘ডুকুডু’, ‘ইগা’, ‘আট্টারিনটিকি দারেদি’, ‘কাট্ঠি’, ‘থেরি’ এবং ‘রাঙ্গাসথালাম’-এর মতো বেশ কয়েকটি সফল ছবিতে অভিনয় করেছিলেন।