শেষ হচ্ছে ‘সৌদামিনীর সংসার’, ফিরে দেখা যাক শেষ দিনের শুটিংয়ের মুহূর্ত

utsha hazra |

Feb 06, 2021 | 2:23 PM

বিদায়বেলায় মন খারাপের সুর টিমের।১৩ ফেব্রুয়ারি ‘সৌদামিনীর সংসার’- এর শেষ সম্প্রচার।

1 / 9
শেষ হল ‘সৌদামিনীর সংসার’-এর শুটিং।বিদায়বেলায় মন খারাপের সুর টিমের।

শেষ হল ‘সৌদামিনীর সংসার’-এর শুটিং।বিদায়বেলায় মন খারাপের সুর টিমের।

2 / 9
বৃহস্পতিবার শেষদিনের শুটিংয়ে ফ্রেমবন্দী হল কিছু মিষ্টি মুহূর্ত।হাসিমুখে সবার সঙ্গে ছবি তুললেন সৌদামিনী ওরফে সুস্মিলি আচার্য্য আর শঙ্কর ওরফে অধিরাজ গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার শেষদিনের শুটিংয়ে ফ্রেমবন্দী হল কিছু মিষ্টি মুহূর্ত।হাসিমুখে সবার সঙ্গে ছবি তুললেন সৌদামিনী ওরফে সুস্মিলি আচার্য্য আর শঙ্কর ওরফে অধিরাজ গঙ্গোপাধ্যায়।

3 / 9
১৩ ফেব্রুয়ারি ‘সৌদামিনীর সংসার’- এর শেষ সম্প্রচার।১৭ জুন ২০১৯-এ শুরু হয় ধারাবাহিক।প্রায় দেড় বছরের মাথায় শেষ হচ্ছে সদু আর শঙ্করের গল্প।

১৩ ফেব্রুয়ারি ‘সৌদামিনীর সংসার’- এর শেষ সম্প্রচার।১৭ জুন ২০১৯-এ শুরু হয় ধারাবাহিক।প্রায় দেড় বছরের মাথায় শেষ হচ্ছে সদু আর শঙ্করের গল্প।

4 / 9
কোন্দলবাড়ির সব কোন্দলের অবসান।শঙ্করের বাবা এখন সম্পূর্ণ সুস্থ।

কোন্দলবাড়ির সব কোন্দলের অবসান।শঙ্করের বাবা এখন সম্পূর্ণ সুস্থ।

5 / 9
শেষবেলায় সবার চোখে জল।শঙ্কর অর্থাৎ অধিরাজের কথায়, “শুটিং শেষ।খুব কেঁদেছি।রোজ শুটিংয়ে আসার এই অভ্যাস, ভীষণ মিস করব।”

শেষবেলায় সবার চোখে জল।শঙ্কর অর্থাৎ অধিরাজের কথায়, “শুটিং শেষ।খুব কেঁদেছি।রোজ শুটিংয়ে আসার এই অভ্যাস, ভীষণ মিস করব।”

6 / 9
তবে আপাতত সামনে উচ্চমাধ্যমিক।তাই পড়াশোনায় মন দিতে চান অধিরাজ।

তবে আপাতত সামনে উচ্চমাধ্যমিক।তাই পড়াশোনায় মন দিতে চান অধিরাজ।

7 / 9
সুস্মিলির সঙ্গে যোগাযোগ করা হলে খুব মনখারাপ তারও। “প্রতিদিনের অভ্যাস একদিনে বন্ধ হয়ে গেলে মনখারাপ তো হবেই।”

সুস্মিলির সঙ্গে যোগাযোগ করা হলে খুব মনখারাপ তারও। “প্রতিদিনের অভ্যাস একদিনে বন্ধ হয়ে গেলে মনখারাপ তো হবেই।”

8 / 9
শেষ পর্বে দর্শকরা দেখবেন পরিবারের সকলে মিলে, প্রজেক্টরে ‘সৌদামিনীর সংসার’ সিনেমাটি দেখছে।হাসি, মজা, মান-অভিমান সব মিলিয়ে আম- বাঙালির ড্রইংরুম মাতিয়ে রেখেছিল এই কোন্দল পরিবার।

শেষ পর্বে দর্শকরা দেখবেন পরিবারের সকলে মিলে, প্রজেক্টরে ‘সৌদামিনীর সংসার’ সিনেমাটি দেখছে।হাসি, মজা, মান-অভিমান সব মিলিয়ে আম- বাঙালির ড্রইংরুম মাতিয়ে রেখেছিল এই কোন্দল পরিবার।

9 / 9
শেষদিনের শুটিংয়ের পর ছিল অল্প খাওয়া-দাওয়ার আয়োজন। চিকেন পকোড়া, চিপস্, কোল্ড-ড্রিঙ্ক সহ ছিল আরও অনেক কিছু।

শেষদিনের শুটিংয়ের পর ছিল অল্প খাওয়া-দাওয়ার আয়োজন। চিকেন পকোড়া, চিপস্, কোল্ড-ড্রিঙ্ক সহ ছিল আরও অনেক কিছু।

Next Photo Gallery